TRENDING:

Howrah News: গ্রামে ঘাপটি মেরে ছিল কেপমারি ও পকেটমারি গ্যাং! জানতে পেরে আতঙ্কে গ্রামবাসীরা

Last Updated:

যে ভাড়া বাড়ি থেকে কেপমারী গ্যাং উদ্ধার হয়েছে বাড়ির মালিক জানান, অন্যান্য ভাড়াটিয়াদের থেকে এদের গতিবিধি ছিল অন্য যা দেখে সন্দেহ হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: থমথমে গোটা গ্রাম, ভিন রাজ্য থেকে আসা কেপমারী ও পকেটমারির দল অস্থানা গেড়েছিল গ্রামের এক ভাড়া বাড়িতে। যদিও ওই দুষ্কৃতীদের আটক করেছে পুলিশ৷ তাদের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তদন্তে পুলিশ। প্রায় দুইদিন কেটে যাবার পর এখনও আতঙ্কের রেশ কাটেনি হাওড়া ডোমজুড় নারনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিপিলাই গ্রামে। স্থানীয়দের কথায় জানা যায় গ্রামে বহু ভাড়া বাড়ি রয়েছে, দীর্ঘদিন ভাড়া বাড়িতে দূর-দূরান্ত থেকে মানুষ ভাড়ায় থেকেছেন তবে কোনদিন এই ধরনের কোনরকম ঘটনা ঘটেনি এলাকায়।
advertisement

আরও পড়ুন Jalpaiguri News: ট্রাফিক সামলাতে গিয়েই মৃত্যু হল ট্রাফিক পুলিশের! পুলিশ কনস্টেবলকে থেঁতলে দিল গাড়ি

যে ভাড়া বাড়ি থেকে কেপমারী গ্যাং উদ্ধার হয়েছে বাড়ির মালিক জানান, অন্যান্য ভাড়াটিয়াদের থেকে এদের গতিবিধি ছিল অন্য যা দেখে সন্দেহ হয়। তারপর দলীয় কার্যালয় ও পঞ্চায়েত অফিসে সে বিষয়ে জানানো হয়। তাদের সহযোগিতাতেই ধরা সম্ভব হয়েছে দুষ্কৃতীদের। এই প্রসঙ্গে নারনা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বুবাই চক্রবর্তী জানায়, পিপিলাই গ্রাম সহ পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া দেয়া হয় সেখানে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে ভাড়াটিয়ারা আসেন।

advertisement

আরও পড়ুন North 24 Parganas News: এ এক অদ্ভুত অ্যাম্বুলেন্সের গল্প! শুনলে চমকে ‌যাবেন!

View More

এই ধরনের ঘটনা ঘটার পর পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত ভাড়াটিয়াকে তাদের ডকুমেন্ট পঞ্চায়েত অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে। এই ঘটনা ঘটার পর থেকে পঞ্চায়েত প্রশাসন সজাগ৷ এলাকার মানুষকে যেমন সচেতন করা হয়েছে, সেই সঙ্গে ভাড়াটিয়াদের সতর্ক করা হয়েছে। অন্য দিকে নতুন ভাড়াটিয়া এলে উপযুক্ত ব্যবস্থা মেনে ঘর বাড়ি ভাড়া দেওয়ার নির্দেশিকা জানানো হয়েছে বাড়ির মালিকদের। এ প্রসঙ্গে তিনি আরো বলেন এলাকার মানুষ এ ধরনের ঘটনা জেরে আতঙ্কিত হলেও তবে গ্রামের সমস্ত মানুষ সজাগ ও সচেতন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: গ্রামে ঘাপটি মেরে ছিল কেপমারি ও পকেটমারি গ্যাং! জানতে পেরে আতঙ্কে গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল