আরও পড়ুন Jalpaiguri News: ট্রাফিক সামলাতে গিয়েই মৃত্যু হল ট্রাফিক পুলিশের! পুলিশ কনস্টেবলকে থেঁতলে দিল গাড়ি
যে ভাড়া বাড়ি থেকে কেপমারী গ্যাং উদ্ধার হয়েছে বাড়ির মালিক জানান, অন্যান্য ভাড়াটিয়াদের থেকে এদের গতিবিধি ছিল অন্য যা দেখে সন্দেহ হয়। তারপর দলীয় কার্যালয় ও পঞ্চায়েত অফিসে সে বিষয়ে জানানো হয়। তাদের সহযোগিতাতেই ধরা সম্ভব হয়েছে দুষ্কৃতীদের। এই প্রসঙ্গে নারনা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বুবাই চক্রবর্তী জানায়, পিপিলাই গ্রাম সহ পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া দেয়া হয় সেখানে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে ভাড়াটিয়ারা আসেন।
advertisement
আরও পড়ুন North 24 Parganas News: এ এক অদ্ভুত অ্যাম্বুলেন্সের গল্প! শুনলে চমকে যাবেন!
এই ধরনের ঘটনা ঘটার পর পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত ভাড়াটিয়াকে তাদের ডকুমেন্ট পঞ্চায়েত অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে। এই ঘটনা ঘটার পর থেকে পঞ্চায়েত প্রশাসন সজাগ৷ এলাকার মানুষকে যেমন সচেতন করা হয়েছে, সেই সঙ্গে ভাড়াটিয়াদের সতর্ক করা হয়েছে। অন্য দিকে নতুন ভাড়াটিয়া এলে উপযুক্ত ব্যবস্থা মেনে ঘর বাড়ি ভাড়া দেওয়ার নির্দেশিকা জানানো হয়েছে বাড়ির মালিকদের। এ প্রসঙ্গে তিনি আরো বলেন এলাকার মানুষ এ ধরনের ঘটনা জেরে আতঙ্কিত হলেও তবে গ্রামের সমস্ত মানুষ সজাগ ও সচেতন।
রাকেশ মাইতি





