Jalpaiguri News: ট্রাফিক সামলাতে গিয়েই মৃত্যু হল ট্রাফিক পুলিশের! পুলিশ কনস্টেবলকে থেঁতলে দিল গাড়ি

Last Updated:

অবসর নেওয়া হল না আর,  একমাস আগেই জীবন  থেকে অবসর নিতে হল পুলিশ কর্মীকে। গাড়ির ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মী দুলাল রায়ের। ময়নাগুড়িতে পুলিশ কনস্টেবলকে গাড়ির ধাক্কা, মাথার উপর দিয়ে গাড়ি চাপা দেওয়ায় ঘটনাস্থলে মৃত্যু পুলিশ কনস্টেবলের।

 পুলিশ কর্মীকে গাড়ির ধাক্কা, পিষে গেল মাথা
 পুলিশ কর্মীকে গাড়ির ধাক্কা, পিষে গেল মাথা
#জলপাইগুড়ি: অবসর নেওয়া হল না আর, একমাস আগেই জীবন থেকে অবসর নিতে হল পুলিশ কর্মীকে। গাড়ির ধাক্কায় প্রাণ গেল তার।ময়নাগুড়িতে পুলিশ কনস্টেবলকে গাড়ির ধাক্কা, মাথার উপর দিয়ে গাড়ি চাপা দেওয়ায় ঘটনাস্থলে মৃত্যু পুলিশ কনস্টেবলের।ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড এলাকায়। মৃত পুলিশ কর্মী দুলাল রায়ের বাড়ি ময়নাগুড়ি পুরসভা এলাকার ১৪ নং ওয়ার্ডে । এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উত্তরবঙ্গ জুড়ে কিছুদিন ধরেই যেন একের পর এক বীভৎস দুর্ঘটনা পিছু ছাড়ছে না। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এদিন দুপুরে ইবাস ও ট্যাংকারের সংঘর্ষে জখম হয়েছিলেন প্রায় ১৪ জন। সেই ঘটনার রেষ কাটতে না কাটতেই রাতে ফের এই কান্ড ঘটতে রীতিমত চাঞ্চল্য জেলায়।
advertisement
advertisement
এদিন রাতে একটি গাড়ির প্রথমে ধাক্কা মারে, তারপর মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ায় ঘটনাস্থলে মৃত্যু পুলিশ কনস্টেবলের। ঘটনা ঘটার পর ঘাতক গাড়িটি নিয়ে পালাতে গেলে সেটিকে পাকড়াও করে পুলিস। ঘটনাস্থলে মোতায়েন করা হয় ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনীকে।
কর্তব্যরত অবস্থায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ওই পুলিশ কর্মীর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। মৃত পুলিশ কর্মীর নাম দুলাল রায়(৫৯)। তাঁর বাড়ি ময়নাগুড়ি (Mainaguri ) সুভাষনগর এলাকাতে। তিনি রাজ্য পুলিশের হাইওয়ে ট্রাফিক পুলিশ বিভাগে কনষ্টেবল পদে কর্মরত ছিলেন।
advertisement
আরও পড়ুন Durga Puja 2022: ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম এবারু দুর্গাপুজোর থিমে! চমক মালদহের মণ্ডপে
এদিন ময়নাগুড়ি রোড এলাকাতে ডিউটি করছিলেন দুলাল রায়। একটি কনটেনার অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুলাল বাবুকে দ্রুত গতিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলার উচ্চ পর্যায়ের পুলিশ কর্তারা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার মৃতদেহটির ময়নাতদন্ত করা হবে জলপাইগুড়ি সদর হাসপাতালে। ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ। আগামী জানুয়ারি মাসে ওই পুলিশ কর্মীর অবসর নেওয়ার কথা ছিল।তার আগেই এদিন রাতে তার মৃত্যু হল। অন্যদিকে ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।
advertisement
গীতশ্রী মুখোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ট্রাফিক সামলাতে গিয়েই মৃত্যু হল ট্রাফিক পুলিশের! পুলিশ কনস্টেবলকে থেঁতলে দিল গাড়ি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement