সাইকেল হোক কিংবা মোটর সাইকেল বা টলি সবকিছুই পারাপার করছে ওই সেতুটির উপর দিয়ে। ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড়ো দুর্ঘটনা। তবে ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান তৃণমূল কংগ্রেস নেতা মেহেদী হাসান সরদার বলেন সেতুটিকে ইতিমধ্যেই বিপজ্জনক সেতু হিসেবে ঘোষণা করেছে উলুবেড়িয়া পৌরসভা।
আরও পড়ুনঃ হঠাৎই দুটি কিডনিই বিকল কিশোরের! পাশে দাঁড়াল আমতার স্বেচ্ছাসেবী সংগঠন
advertisement
ইতিমধ্যে পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিকরা পর্যবেক্ষণ করেছেন ওই সেতুটিকে। খুব দ্রুত নতুন করে সংস্কার করা হবে সেতুটিকে। যদিও সেতু নিয়ে এলাকা বাসীদের কাছে জানতে চাইলে তারা বলে এই সেতু ছাড়া যদি অন্য পথ দিয়ে যাতায়াত করা হয় তাহলে দীর্ঘ পথ অতিক্রম করে তাদের যেতে হবে বাউরিয়ায়। ফলে এই সেতুটির উপরেই তাদের প্রধান নির্ভর করতে হয়। তাই স্থানীয়দের দাবি উলুবেরিয়া পৌরসভার পক্ষ থেকে যাতে দ্রুত সংস্কার করা হয় চক মধু গ্রামের খালের উপরে ওই সেতুটিকে।
আরও পড়ুনঃ পাঁচলায় প্রায় ৭০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
স্থানীয় আসিফ আলী জানান এডুকেশন দফতর উলুবেরিয়া পৌরসভা ও এসডিও অফিসে লিখিত জানানোর পর এসডিও অফিস থেকে এই ব্রিজটিকে বিপজ্জনক ঘোষণা করেছেন। তিনি জানান, অতি দ্রুততার সঙ্গে কাজ শুরু হবে জানিয়েছেন উলুবেরিয়ার পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস।
Rakesh Maity