Howrah News: হঠাৎই দুটি কিডনিই বিকল কিশোরের! পাশে দাঁড়াল আমতার স্বেচ্ছাসেবী সংগঠন

Last Updated:

এবার সুরজিৎ এর অন্য পুজো! প্রতিবছর আকাশে শারদ মেঘের আনাগোনা শুরু হয় সময়মতোই। কাশফুল ফোটে, পুজোর গন্ধে মাতোয়ারা হয় বাংলা।

#হাওড়া : এবার সুরজিৎ এর অন্য পুজো! প্রতিবছর আকাশে শারদ মেঘের আনাগোনা শুরু হয় সময়মতোই। কাশফুল ফোটে, পুজোর গন্ধে মাতোয়ারা হয় বাংলা। কয়েক বছর আগেও সেই আনন্দের উৎসবে অন্যদের সাথে সামিল হত গ্রামীণ হাওড়ার বাগনান-১ ব্লকের ভূঁয়েড়া গ্রামের সুরজিৎ আদক। কিন্তু হঠাৎই ঘনিয়ে এলো অন্ধকার! আচমকাই দু'টো কিডনি খারাপ হওয়ায় বছর সতেরোর সুরজিতের জীবনটাই বদলে গেল। কিডনি খারাপ হওয়ার জেরে চলাচলের ক্ষমতা হারিয়ে এখন বাবা-মা'য়ের কোলই তার ভরসা। বন্ধ হয়েছে স্কুলে যাওয়া।
সুরজিতের বাবা মনেশ আদক ভ্যান চালিয়ে যা উপায় করেন তার বেশিরভাগটাই ছেলের চিকিৎসার খরচে চলে যায়। তবু তিনি ছেলের চিকিৎসার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সপ্তাহে দু'দিন করে ছেলেকে কোলে চাপিয়ে উলুবেড়িয়া হাসপাতালে ডায়ালিসিসে নিয়ে যান। মাঝেমধ্যেই চিকিৎসার জন্য সুরজিতকে পিজিতেও নিয়ে যেতে হয়। মনেশ বাবুর কোলই এখন সুরজিতের ভরসা। মনেশ আদক জানান, ছেলের ছোটো থেকে মূত্রের সমস্যা ছিল। কিন্তু স্বাভাবিক জীবনযাপন করত।
advertisement
advertisement
বছর চারেক আগে হঠাৎই জানা যায় ছেলের দুটো কিডনি খারাপ। তারপর ভেলোর সহ বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য নিয়ে গেছি। হাড়ভাঙা পরিশ্রম করে যেটুকু আয় করি প্রায় সবই চিকিৎসার খরচে চলে যায়। বছর খানেক হল আর চলতে পারেনা। এমতাবস্থায় সুরজিতের পাশে এগিয়ে এলো আমতার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন। সুরজিতের সাথে শারদোৎসবের আনন্দকে ভাগ করে নিল সংগঠনের সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ নদী ভাঙ্গন ঘুম কেড়ে নিয়েছে গ্রামের মানুষদের
শারদ শুভেচ্ছা হিসাবে ওই সংগঠন -এর পক্ষ থেকে সুরজিতকে উপহার হিসাবে তুলে দেওয়া হল একটি হুইলচেয়ার। হুইলচেয়ার পেয়ে ভীষণ খুশি সুরজিৎ তার পরিবার। সুরজিতের বাবা মনেশ আদক জানান, ছেলের জন্য হুইলচেয়ার ভীষণ প্রয়োজন ছিল। কোলে করে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যেতে খুব সমস্যা হয়। এবার হুইলচেয়ারেই ছেলেকে নিয়ে যাব।
advertisement
Rakesh Maity
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: হঠাৎই দুটি কিডনিই বিকল কিশোরের! পাশে দাঁড়াল আমতার স্বেচ্ছাসেবী সংগঠন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement