Howrah News: রয়েছে খেজুর পাতার ঝাড়ুর চাহিদা, তবে কাঁচা পাতার যোগান কম হওয়ায় চিন্তায় কারিগর!

Last Updated:

চাহিদা রয়েছে উৎপাদিত জিনিসের, তবুও উৎপাদকদের কপালে চিন্তার ভাঁজ! কারণ আসলে কাঁচা মালের যোগান এর অভাব, প্রতিদিন সকালে বেরিয়ে পড়া এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কাঁচামাল সংগ্রহ করতে।

+
title=

#হাওড়া : চাহিদা রয়েছে উৎপাদিত জিনিসের, তবুও উৎপাদকদের কপালে চিন্তার ভাঁজ! কারণ আসলে কাঁচা মালের যোগান এর অভাব, প্রতিদিন সকালে বেরিয়ে পড়া এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কাঁচামাল সংগ্রহ করতে। গাছের পাতা অর্থাৎ গাছ মালিকের কাছে থেকে প্রতি গাছের পাতা অনুসারে ৪০-৮০ টাকার বিনিময়ে গাছের পাতা গুলি কিনে নিয়ে, সেই পাতা কেটে নিয়ে বাসায় ফেরে। পাতা বাছাই করে বিশেষ কাঁটা ব্রাশের সাহায্যে পাতাগুলিকে সরু সরু করে চেরা, তারপর রোদে একদিন শুকানো, সেগুলিই বিভিন্ন প্রান্তে শুকাতে দেখা যায়।
ঝাড়ুর উপযুক্ত শুকনো হলে সেটিকে বাধাই করা হয় পাট বা প্লাস্টিক দড়ি দিয়ে, তারপর সেটিকে কালো টিউব বা প্লাস্টিকের হাতল লাগিয়ে ঝাড়ু তৈরি। জানা যায়, খুব ভালো পাতা হলে একটি পাতাতেই একটি ঝাড়ু তৈরি করা হয়, তবে সেরকম ভালো পাতা কম, বেশিরভাগ ক্ষেত্রে দুটি পাতা মিলিয়ে একটি ঝাড়ু তৈরি হয়।
advertisement
advertisement
শুকনো করারপর পাতা কাটিং করে একটি ঝাড়ু বাধাই করতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। তৈরি ঝাড়ু নিজেরাই রেল বা সড়কপথে হাওড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে দোকানে দোকানে পাইকারি বিক্রি করে যান। পাইকারি দাম মেলে ১২ থেকে ১৫ টাকা, সারা বছর চাহিদা কমবেশি প্রায় সমান থাকে। তবে দেওয়ালি বা কালীপুজোতে চাহিদা একটু বাড়ে।
advertisement
আরও পড়ুনঃ আমতার স্কুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে সরব অভিভাবকরা
বর্তমানে প্লাস্টিক বা অত্যাধুনিক ডিজাইনের ঝাড়ু বাজারে পাওয়া গেলেও খেজুর পাতার ঝাড়ুর চাহিদা বেশ ভালোই জানান ঝাড়ু কারিগর রহমান মণ্ডল। তবুও চিন্তায় রয়েছে ঝাড়ু উৎপাদকরা, আসলে ক্রমশ খেঁজুর গাছের সংখ্যা কমছে, গতে কয়েক বছর আগে প্রচুর খেঁজুরের গাছ ছিল এখন সেই গাছের সংখ্যা অনেকটাই কম হয়ে গেছে। কাঁচা পাতা যোগাড় করতে ধীরে ধীরে সমস্যা বাড়ছে।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: রয়েছে খেজুর পাতার ঝাড়ুর চাহিদা, তবে কাঁচা পাতার যোগান কম হওয়ায় চিন্তায় কারিগর!
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement