হোম /খবর /হাওড়া /
নদী ভাঙ্গন ঘুম কেড়ে নিয়েছে গ্রামের মানুষদের

Howrah News: নদী ভাঙ্গন ঘুম কেড়ে নিয়েছে গ্রামের মানুষদের

X
title=

নদী ভাঙ্গন ঘুম কেড়েছে গ্রামের মানুষের! প্রতিনিয়ত একটু একটু করে নদী জলের তোরে ভেঙে পরছে পার, তাতেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গ্রামের মানুষের।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#হাওড়া : নদী ভাঙ্গন ঘুম কেড়েছে গ্রামের মানুষের! প্রতিনিয়ত একটু একটু করে নদী জলের তোরে ভেঙে পরছে পার, তাতেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গ্রামের মানুষের। আতঙ্কে দিন পার করছে হাজারো পরিবার। গত প্রায় দুই বছর ধরে নদী পাড় ভাঙ্গন অব্যাহত হাওড়া সাঁকরাইল মানিকপুর জেটিঘাট সংলগ্ন, অভিযোগ এলাকার মানুষের। একটু একটু করে ভেঙে পড়ছে এলাকার বাঁধ সম নদী পার। নদীর জোয়ার বা জাহাজের জলের তোরে এভাবেই ভেঙে পড়ছে নদী বুকে।

সাঁকরাইল মানিকপুর এলাকার গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে, এভাবেই চলতে থাকলে নদীর জলে ভেসে যাবে গ্রাম, দিন দিন আতঙ্ক বেড়ে চলেছে মানুষের। তানিয়াতের কথায়, একটু একটু করে মাঠ ঘাট তলিয়ে যাচ্ছে। মানিকপুর গ্রামে হাজার ঊর্ধ্ব পরিবারের বাস, গত কয়েক দিনে জেটি ঘাট সংলগ্ন নদী পার এবং ইট খোলার বেশ কিছুটা অংশ নদীর জলের তোড়েভেঙে পড়েছে চিন্তা আরও কয়েকগুণ বেড়ে গেছে গ্রামের মানুষের।

আরও পড়ুনঃ আমতার স্কুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে সরব অভিভাবকরা

স্থানীয় মানুষের অভিযোগ বিষয়ে প্রশাসনকে জানিয়েছেন, এলাকা পরিদর্শন করেছে প্রশাসনের তরফে, তবে এখনও কোনো রকম সুরাহা মেলেনি অভিযোগ স্থানীয় মানুষের। এ প্রসঙ্গে স্থানীয় এক ব্যবসায়ী জানান, গত কয়েক বছর ধরে একটু একটু করে ভেঙে পড়ছে নদী পার। রাতে চোখে ঘুম থাকে না গ্রামের মানুষের, জোয়ারে প্রতি নিয়ত পার ভেঙে নদীর জলে মিশে যাচ্ছে আর কিছুদিন পর হয়তো বাড়ি থেকেই নদী দেখা যাবে। গ্রামের মানুষের এই আতঙ্ক কবে মুক্ত হবে, সেদিকেই তাকিয়ে মানুষ।

 

 

Rakesh Maity

Published by:Soumabrata Ghosh
First published:

Tags: Howrah, River erosion