Howrah News: পাঁচলায় প্রায় ৭০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

Last Updated:

প্রায় ৭০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার পাঁচলা থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের ধামিসা মোড়ে পুলিশ একটি থার্মোকলের কাটুন বোঝাই পিকআপ ভ্যানে তল্লাশি করে প্রায় ৭০ কেজি গাঁজা উদ্ধার করে।

#হাওড়া : প্রায় ৭০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার পাঁচলা থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের ধামিসা মোড়ে পুলিশ একটি থার্মোকলের কাটুন বোঝাই পিকআপ ভ্যানে তল্লাশি করে প্রায় ৭০ কেজি গাঁজা উদ্ধার করে। পুজোর আগেই বড়সড়ো গাঁজা পাচার রুখল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। মেদিনীপুর দিক থেকে কলকাতা যাবার পথেই শুক্রবার ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতা গামী লেনে ধামিসা মোড়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন টিম ও পাঁচলা থানার পুলিশ যৌথভাবে জাতীয় সড়কের তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে, গাড়ির চালক সহ পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিশ।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ১৬ নম্বর জাতীয় সড়কের পাঁচলা ধামিসা মোড়ে কলকাতা গামী লেনে তল্লাশি চালায়, সেই সময় শুক্রবার সন্ধ্যায় একটি থার্মোকলের বাক্স বোঝাই পিকআপ ভ্যান গাড়ি তল্লাশি চালিয়ে দেখেন থার্মকলের বক্সের আড়ালে গাঁজা। ওই বাক্সের ভিতরে প্যাকেটের মধ্যে রয়েছে। জানা যায়, ওই মেদিনীপুর থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ নিয়ে যাওয়া হচ্ছিল।
advertisement
advertisement
হাতে গোনা কয়েকটা দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, পুজোর প্রস্তুতি তেমনি মানুষ ইতিমধ্যেই পূজোর আনন্দে মেতেছে। চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা মণ্ডপসজ্জা থেকে কেনাকাটা। রাস্তাঘাট হাটবাজার সর্বোত্তই ব্যস্ততার ছাপ, এর আড়ালেই অসাধু চক্রের অপরাধমূলক কাজ হওয়ার সম্ভাবনা প্রবাল থাকে। সেই দিক গুরুত্ব রেখে মানুষের আনন্দে যাতে কোন ভাবে ছেদ না পড়ে প্রশাসন সজাগ। প্রশাসনের পক্ষ থেকে জেলা জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: পাঁচলায় প্রায় ৭০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement