রাজ্য নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে শুক্রবার শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র পেশের প্রক্রিয়া। শনিবার ছিল দ্বিতীয় দিন। এদিন সকাল ১১ টা থেকে পাঁচলা বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দেন বিজেপি, তৃণমূল ও বাম প্রার্থীরা। কেউ কাউকে বাধা দেয়নি বা বিন্দুমাত্র অশান্তি হয়নি।
advertisement
আরও পড়ুন: ‘রাজ্যে মদ নিষিদ্ধ করতে হবে’! কারা এই দাবি তুলল
শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক বিরল দৃশ্য দেখা যায় পাঁচলায়। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিডিও অফিস চত্বরেই আবীর খেলেন তৃণমূল প্রার্থী ও সমর্থকরা। এদিকে কোনরকম অশান্তি এড়াতে সকাল থেকেই বিডিও অফিস চত্বরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। প্রশাসন সূত্রে খবর, শনিবার দুপুর তিনটে পর্যন্ত মোট ২৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা করেন।
মনোনয়নপত্র জমাকে ঘিরে কোনরকম অশান্তি না হলেও প্রার্থীদের অন্য বিষয়ে বেশ কিছু অভিযোগ আছে। মনোনয়নপত্র জমা দিতে এসে বহু প্রার্থী অভিযোগ করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অনেকটাই কম। এরই মধ্যে পাঁচলায় এদিন গ্রাম পঞ্চায়েতের আসনে তৃণমূল কংগ্রেসের ৬ জন, বিজেপির ১৪ জন, সিপিএমের ৩ জন, কংগ্রেসের ১ জন ও ৪ জন নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পঞ্চায়েত সমিতিতে ১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। পাঁচলা বিডিও অফিসে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে।
রাকেশ মাইতি