তাদের অভিযোগ বিল্ডিং তৈরির কাঁচা মালের গুণগত মান নিম্ন এবং সরকারি টাকা তছরূপের অভিযোগ। দ্রব্যের মান কম অন্যদিকে কম কাজ করে তড়িঘড়ি বিল্ডিংয়ে খাড়া করে দেয়ার চেষ্টা, অভিযোগ মানুষের। স্থানীয় মানুষের অভিযোগ বিল্ডিং নির্মাণের নকশার সঙ্গে কাজের অঢেল তফাৎ নজরে আসে। স্থানীয় এক ব্যক্তি সুব্রত চক্রবর্তী এ বিষয়ে জানান, বিল্ডিংটি শুরু থেকেই দুর্নীতির আখড়া।
advertisement
আরও পড়ুনঃ নারী নির্যাতন, নারী পাচারসহ সোশ্যাল মিডিয়া প্রতারণা রুখতে উদ্যোগ পুলিশের
যা দেখে এ বিষয়ে বিভিন্ন কাগজপত্র ও তথ্য সংগ্রহ করা হয়, এবং এ বিষয়ে তিনি আর টিআই করেন বলেও জানান, স্থানীয় মানুষ ও পাঁচলা দেউলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়। কাজটিতে বরাদ্দ ১১-১২ লক্ষ টাকা। কিন্তু সেই টাকার থেকে কম খরচে নিম্নমানের ইমারতি দ্রব্য দিয়ে বিল্ডিং তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ।
আরও পড়ুনঃ প্রতিকূলতা ঠেলে ডাকের সাজ তৈরি করে আশার আলো দেখছে অধিকারী পরিবার
তিনি বলেন তাতে একাধারে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তেমনি যে কোন মুহূর্তে ভেঙে পড়ে প্রাণ হানি ঘটতেও পারে বলে অভিযোগ। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শিখা বাগ স্বীকার করেন কাজটি সঠিকভাবে হচ্ছিল না। তবে এ বিষয়ে পাঁচলা বিএমওএইচ ডা: তারিফুল ইসলাম এ প্রসঙ্গে জানান, কাজটি বন্ধ রয়েছে স্থানীয় কিছু মানুষের অভিযোগের ভিত্তিতে। পুনরায় এ বিষয়ে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন।
Rakesh Maity