Howrah: নারী নির্যাতন, নারী পাচারসহ সোশ্যাল মিডিয়া প্রতারণা রুখতে উদ্যোগ পুলিশের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
নারী নির্যাতন, নারী পাচার, বাল্যবিবাহ, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিভিন্ন প্রতারণা সম্পর্কিত বিভিন্ন বিষয় বর্তমান সমাজের অন্যতম সমস্যা।
#হাওড়া : নারী নির্যাতন, নারী পাচার, বাল্যবিবাহ, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিভিন্ন প্রতারণা সম্পর্কিত বিভিন্ন বিষয় বর্তমান সমাজের অন্যতম সমস্যা। বহুক্ষেত্রেই দেখা যায় অল্পবয়সী ছাত্রীরা বিভিন্ন ফাঁদে পা দিয়ে বিপদে পড়ে। এসব সম্পর্কে ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী পুলিশ। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের উদং উচ্চ বিদ্যালয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের আমতা থানার উদ্যোগে অনুষ্ঠিত হল 'স্বয়ংসিদ্ধা' নামক বিশেষ সচেতনতা শিবির। এদিন উদং উচ্চ বিদ্যালয়ের হলঘরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ আধিকারিকরা ও সমাজকর্মীরা।
advertisement
আলোচনায় উঠে আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। কীভাবে নারী পাচার চক্র কাজ করে, কিংবা ছাত্রীদের কীভাবে সাইবার প্রতারণার শিকার হতে হয় সে সব বিষয়ে সবিস্তারে আলোচনা করেন পুলিশ কর্তারা। এই সম্পর্কে নিজেদের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথাও ছাত্রীদের সাথে ভাগ করে নেন উপস্থিত পুলিশকর্তারা। ঘন্টাখানেকের এই আলোচনা শিবিরে মহিলাদের ব্যাক্তি স্বাধীনতা, আত্মসম্মান, আত্মবোধ, সমাজে এগিয়ে চলার ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার এসডিপিও কৃষ্ণেন্দু ঘোষদস্তিদার, আমতা থানার ওসি অজয় সিং, বিশিষ্ট সমাজকর্মী পৃথ্বীশরাজ কুন্তী, বিশিষ্ট সমাজকর্মী দীপঙ্কর মান্না, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অরুণ খাঁ সহ অন্যান্যরা। এই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ছাত্রীদের পাশাপাশি এই শিবিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও অংশ নিয়েছিলেন। পুলিশের এহেন উদ্যোগকে একবাক্যে স্বাগত জানিয়েছেন উদং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ সমাজকর্মীরা।
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
September 09, 2022 1:39 PM IST