TRENDING:

Howrah News: ভাঙা নয়, সদ্য তৈরি নতুন রাস্তা নিয়ে চিন্তিত স্থানীয় মানুষ!

Last Updated:

নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি পাঁচলার গঙ্গাধরপুর থেকে দেউলপুর হয়ে জালালসী প্রায় ৪-৫ কিমি রাস্তা অভিযোগ স্থানীয় মানুষের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ভাঙা নয়, নতুন রাস্তা নিয়ে চিন্তিত স্থানীয় মানুষ! খাত-খন্দ ভাঙা রাস্তা, এই সমস্যা বর্তমানে খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন সমস্যা জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। রাস্তা মেরামতি ও নতুন রাস্তার দাবিতে মানুষকে সরব হতে দেখা যায়। তবে পাঁচলার দেউলপুরে বেনজির ঘটনা। নতুন রাস্তা পাওয়ার পর মানুষকে পথে নামতে হল। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন রাস্তার সমস্যা ছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় দেড় বছর আগে রাস্তার কাজ শুরু হয়। পথ চলতি এবং স্থানীয় মানুষ রাস্তার কাজ শুরু দেখে দারুন খুশি হয়েছিল। দেখা গেল রাস্তা কাজ সম্পূর্ণ হবার পর থেকেই শুরু হয়েছে রাস্তার রিপিয়ারিং। উঠে যাচ্ছে পিচের প্রলেপ। তাতেই ক্ষুব্ধ পথ চলতি এবং স্থানীয় মানুষ।
advertisement

আরও পড়ুন:  ভিন রাজ্যেও বাড়ছে চাহিদা, জোগান দিতে হিমশিম! হাওড়ায় তৈরি হালদারদের পতাকার কদর তুঙ্গে

পাঁচলার গঙ্গাধরপুর থেকে দেউলপুর হয়ে জালালসী প্রায় ৪-৫ কিমি পথ। রাস্তায় পিচ হবার দিনকয়েক কাটতে না কাটতেই রাস্তার বিভিন্ন স্থানে টোটো অটোর চাকার সঙ্গেই উঠে যাচ্ছে পিচ। একটু বৃষ্টি হতেই পিচের রাস্তায় বেরিয়ে পড়ছে মাটি। এমনকি হাতের আঙুল দিয়ে মোচড় দিলে রাস্তার পিচের প্রলেপ উঠে আসছে হাতে। এই রাস্তার টিকবে কদিন? স্থানীয় মানুষের অভিযোগ রাস্তায় গুণগতমান একেবারে নিম্ন। হাফ ইঞ্চির কম পাতলা প্রলেপ যে কারণে নতুন রাস্তায় ক্ষত সৃষ্টি হচ্ছে। চালকদের কথায়, সপ্তাহ দুয়েক হল রাস্তার পিচের কাজ শেষ হয়েছে। এখনও রাস্তার কাজ চলছে। এর মধ্যেই রাস্তার বিভিন্ন স্থানে পিচের প্রলেপ উঠতে শুরু করেছে। যদিও নতুন রাস্তার রিপিয়ার করে দেওয়া হচ্ছে। কিন্তু এই রাস্তা কদিন টিকবে। তাই নিয়েই প্রশ্নচিহ্ন মানুষের মনে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ভাঙা নয়, সদ্য তৈরি নতুন রাস্তা নিয়ে চিন্তিত স্থানীয় মানুষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল