TRENDING:

Howrah News: বেহাল রাস্তায় জর্জরিত চটকল শ্রমিকরা

Last Updated:

চেঙ্গাইলের ওই রাস্তা দিয়ে প্রতিদিন চটকলের কয়েক হাজার শ্রমিক যাতায়াত করেন। বৃষ্টি হলে এই রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা বাউড়িয়ার বুড়িখালি থেকে চেঙ্গাইল যাওয়ার রাস্তার। মূলত চেঙ্গাইল রেলগেট থেকে কয়লা গোলা পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। উলুবেড়িয়া পুর এলাকার এই রাস্তা বেহাল থাকার কারণে প্রতিদিন সমস্যায় পড়ছেন অসংখ্য পথ চলতি মানুষ।
advertisement

আরও পড়ুন: ইটের ভাঙাচোরা রাস্তায় ঝুঁকির যাতায়াত, বর্ষার আগে আশঙ্কায় গ্রামবাসী

চেঙ্গাইলের ওই রাস্তা দিয়ে প্রতিদিন চটকলের কয়েক হাজার শ্রমিক যাতায়াত করেন। বৃষ্টি হলে এই রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। তা প্রায় চলাচলের অযোগ্য বলে গণ্য হয় তখন। ফলে চরম ভোগান্তির শিকার হতে হয় মানুষকে। স্থানীয়দের অভিযোগ, উপযুক্ত সংস্কারের অভাবে রাস্তার এই অবস্থা। যত দিন যাচ্ছে তা আরও বেহাল হয়ে পড়ছে। তাতে আরও সমস্যা বাড়ছে মানুষের।

advertisement

View More

স্থানীয় বাসিন্দা আনোয়ার মোল্লা জানান, দীর্ঘদিন রাস্তাটির বেহাল অবস্থা। তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই গর্তে বৃষ্টির জল জমে সমস্যা বেড়ে চলেছে। এর জেরে মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। আরেক স্থানীয় বাসিন্দা পলাশ রায় জানান, এই রাস্তায় বড় গাড়ি বা লরি ঢুকলে সমস্যায় পড়েন সাইকেল ও বাইক আরোহীরা। এই রাস্তা খারাপ হওয়ার পাশাপাশি দুই ধার থেকে সেটি দখল হয়ে যাচ্ছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে দ্রুত রাস্তাটি সারানোর দাবি তুলেছে এলাকাবাসী। এদিকে উলুবেড়িয়া পুরসভার পুরপ্রধান অভয় কুমার দাস জানান, রাস্তার বেহাল অংশের দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি এই রাস্তা সারানোর দায়িত্ব নিতে হবে এলাকার চটকল মালিকদেরও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বেহাল রাস্তায় জর্জরিত চটকল শ্রমিকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল