North 24 Parganas News: ইটের ভাঙাচোরা রাস্তায় ঝুঁকির যাতায়াত, বর্ষার আগে আশঙ্কায় গ্রামবাসী

Last Updated:

ইটের রাস্তা হওয়ায় বর্ষার সময় পিচ্ছিল হয়ে দুর্ঘটনা নিত্য দিনের বিষয়ে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে বর্ষাকাল শুরু হলে কী হবে ভেবে দুশ্চিন্তায় ঘুম ওড়ার জোগাড় গ্রামের মানুষের।

+
title=

উত্তর ২৪ পরগনা: ইটের রাস্তায় ঝুঁকির যাতায়াত, দুর্ঘটনার আশঙ্কায় নিত্যযাত্রীরা। দীর্ঘদিনের ইটের রাস্তা বেহাল হয়ে পড়ায় সেখান দিয়ে চলাচল করা একরকম দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন রাস্তা দিয়ে অসুস্থ কাউকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। এমনই ছবি দেখা গেল বাদুড়িয়ার শায়েস্তানগর-২ পঞ্চায়েতের পিয়াড়া এলাকায়।
উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। এতে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকাবাসী সকলে। ইটের রাস্তা হওয়ায় বর্ষার সময় পিচ্ছিল হয়ে দুর্ঘটনা নিত্য দিনের বিষয়ে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে বর্ষাকাল শুরু হলে কী হবে ভেবে দুশ্চিন্তায় ঘুম ওড়ার জোগাড় গ্রামের মানুষের।
advertisement
advertisement
অভিযোগ, বেহাল রাস্তার জন্য গ্রামের কৃষকরা মাঠ থেকে ফসল তুলে নিয়ে আসতে সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতিতে দ্রুত এই রাস্তা মেরামতির দাবি তুলেছে গ্রামের মানুষ। তাঁরা চাইছেন বর্ষা শুরুর আগে আর হাতে যে সপ্তাহখানেক সময় আছে তার মধ্যেই বেহাল রাস্তার সংস্কার করা হোক। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু জানানো হয়নি।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ইটের ভাঙাচোরা রাস্তায় ঝুঁকির যাতায়াত, বর্ষার আগে আশঙ্কায় গ্রামবাসী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement