যদি ফিরে পাই এই ভাবনা, মূলত যে সমস্ত জিনিস হারিয়ে যেতে বসেছে বা হারিয়ে গেছে, যেমন হাতে টানা রিক্সা পালকি ঠেলাগাড়ি দাবা খেলা গামাফোন এবং গ্রামাঞ্চলে কানামাছি খেলা বা সুপারি গাছের পাতা দিয়ে গাড়ি বানিয়ে টানা বর্তমান সময়ে হারিয়ে গেছে সেই অকৃত্রিম ভালোলাগা হারিয়ে গেছে পাটের ব্যবহার, সেই সমস্ত জিনিসকে সামনে রেখেই চিন্তাভাবনা পূজো উদ্যোক্তাদের ' যদি ফিরে পাই '।
advertisement
আরও পড়ুনঃ বাংলার তাঁত শিল্প এবং শিল্পীদের অবস্থা হাওড়ার ব্যাটরার মণ্ডপে
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গো উৎসবকে সামনে রেখেই অভিনব ভাবনা হাওড়ার সুবল স্মৃতি সংঘের পূজো মন্ডপে, উদ্যোক্তা কৃষ্ণ গোপাল ঘোষ জানান, বিশালাকার মন্ডপ সম্পূর্ণ পাটের তৈরি বা পাটের তৈরি জিনিস, মডেল রয়েছে। মণ্ডপে প্রচুর মানুষের সমাগম তাতে অগ্নিসংযোগ হয়ে বিশাল আকার দুর্ঘটনা ঘটতেও পারে। সেই দিক গুরুত্ব রেখেই মন্ডপ ফায়ার ব্রিগেডের সহযোগিতায় বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে সম্পূর্ণ ফায়ারপ্রুভ করা হয়েছে।
Rakesh Maity