Howrah Durga Puja 2022 II বাংলার তাঁত শিল্প এবং শিল্পীদের অবস্থা হাওড়ার ব্যাটরার মণ্ডপে

Last Updated:

হাওড়ার বুকে বাংলার তাঁত শিল্প, বর্তমান তাঁত শিল্প এবং শিল্পীদের অবস্থা তুলে ধরার চেষ্টা করেছে ব্যাটরা মহিলা সমিতি এবার তাদের ভাবনা ' শান্তিপুরের তাঁত শিল্প'। মন্ডপ জুড়ে তাঁত শিল্পের সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে দর্শকদের সামনে।

+
title=

#হাওড়া : হাওড়ার বুকে বাংলার তাঁত শিল্প, বর্তমান তাঁত শিল্প এবং শিল্পীদের অবস্থা তুলে ধরার চেষ্টা করেছে ব্যাটরা মহিলা সমিতি এবার তাদের ভাবনা ' শান্তিপুরের তাঁত শিল্প'। মন্ডপ জুড়ে তাঁত শিল্পের সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে দর্শকদের সামনে। রেশম কিট কিভাবে গুটি তৈরি করে, গুটি থেকে রেশম, আবার সেই সুতো প্রস্তুত করে কিভাবে তাঁত শিল্পের অর্থাৎ শাড়ি তৈরি হয় সেই সমস্ত বিষয়ে ফুটিয়ে তোলা হয়েছে, তাঁত বোনা বা কাপড় তৈরি যেমন দেখানো হচ্ছে তেমনি শান্তিপুরের তাঁতি পরিবারে হস্তচালিত মেশিনের দ্বারা কাপড় তৈরি হয় তার পাশাপাশি অটোমেটিক উন্নত মেশিনের দ্বারা কিভাবে কাপড় তৈরি হয় দুই বিষয়ে তুলে ধরা হয়েছে।
দর্শকরা আগ্রহ কিভাবে মেশিনের দ্বারা কাপড় তৈরি হচ্ছে ভিড় জমাচ্ছেন সেই স্থানে। উদ্যোক্তাদের কথায় জানা যায়, বর্তমানে যে অবস্থার মধ্যে তাঁত শিল্পীরা দিন কাটাচ্ছেন বা তাদের যে অবস্থা উপযুক্ত পারিশ্রমিক মিলছে না, আগামী দিন তাদের আরও কঠিন পরিস্থিতি আসতে পারে সেই দিক গুরুত্ব রেখেই শান্তিপুরের তাঁত শিল্পীদের অবস্থা তুলে ধরা হয়েছে এই পূজা মন্ডপে।
advertisement
আরও পড়ুনঃ হাওড়া সুবল স্মৃতি সংঘের এবারের ভাবনা যদি ফিরে পাই!
বর্তমানে উন্নত মেশিনারি ব্যবহারে কমছে তাঁত শিল্পীদের কদর, ফলে তাঁত শিল্পীরা অসহায় ভাবে দিন কাটাচ্ছেন। দক্ষ শ্রমিক হলেও, পুঁজির অভাবে এই শিল্পে টিকেট থাকা দায় হয়ে পড়ছে তাদের। বহু পরিবার তাদের পূর্বপুরুষ ধরে চলে আসা এই শিল্প থেকে সরে দাঁড়িয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আন্দামান দ্বীপপুঞ্জের এক টুকরো ছবি ডোমজুড় বিপন্নপাড়ার পুজো মন্ডপে
এ প্রসঙ্গে মন্ডপ শিল্পী জানান, বর্তমানে পুঁজিপতিদের গ্রাসে যে তাঁত শিল্প বা শিল্পীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে, আগামীদিনে ভয়াবহ রূপ নেবে, সেই বিষয়কেই তুলে ধরার চেষ্টা সম্পূর্ণ শান্তিপুরের চিত্র তুলে ধরার চেষ্টা। তাঁত শিল্প কারখানার আদলে মন্ডপ আবার তাঁত শিল্পীর বাড়ির আংশিক চিত্র মাটির বাড়ি প্রদীপের শোভা ফুটিয়ে তোলা হয়েছে সেই সঙ্গে মণ্ডপের যে প্রতিমা তাঁতি বাড়ির একজন মহিলা অর্থাৎ তাঁতি বাড়ির মা রূপে দেখানো হয়েছে প্রতিমাকে।
advertisement
 
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah Durga Puja 2022 II বাংলার তাঁত শিল্প এবং শিল্পীদের অবস্থা হাওড়ার ব্যাটরার মণ্ডপে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement