TRENDING:

Howrah News: আবার শুরু হাওড়া স্টেশনে অল্প দামে সারা দিন খাবারের ব্যবস্থা 'জন আহার '

Last Updated:

কম দামে সব ধরনের খাবার ওই রেস্তোরাঁয় পাওয়া যাবে বলে দাবি রেল কর্তৃপক্ষের। মঙ্গলবার বিকালে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম মনীষ জৈন এই রেস্টুরেন্টের উদ্বোধন করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: রেল যাত্রীদের সুবিধার্থে আবার শুরু হল হাওড়া স্টেশনে অল্প দামে সারা দিন খাবারের ব্যবস্থা, সকাল থেকে রাত্রি পর্যন্ত যাত্রীরা জন আহার কেন্দ্র থেকে খাবার পরিষেবা পাবেন। কভিডের কারণে প্রায় দু বছর বন্ধ থাকার পর পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে চালু হল জন আহার।
 হাওড়া স্টেশনে 'জন আহার '
হাওড়া স্টেশনে 'জন আহার '
advertisement

আরও পড়ুন Murshidabad News: খারাপ আবহাওয়াতে দুর্ঘটনার কবলে সরকারি বাস, জখম ৯

কম দামে সব ধরনের খাবার ওই রেস্তোরাঁয় পাওয়া যাবে বলে দাবি রেল কর্তৃপক্ষের। মঙ্গলবার বিকালে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম মনীষ জৈন এই রেস্টুরেন্টের উদ্বোধন করেন। তিনি এদিন বলেন হাওড়া স্টেশনে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। তাদের চাহিদার কথা মাথায় রেখে, কম দামে প্রায় সব ধরনের খাবারের ব্যবস্থা থাকবে ওই জন আহার রেস্তোরায়। হাওড়া স্টেশনে নানা ধরনের ব্যবস্থা করা হয়েছে। এক্সিকিউটিভ প্যাসেঞ্জারের জন্য এক ধরনের ব্যবস্থা আবার সাধারণ যাত্রীদের জন্য অন্য এক ধরনের ব্যবস্থা চালু করা হয়েছে। জন আহারে কম দামে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের খাবার পাওয়া যাবে। এছাড়াও পাওয়া যাবে স্ন্যাক্স।

advertisement

আরও পড়ুন Malda News: স্বামীর সঙ্গে বিবাদের জেরে মেয়েকে নিয়ে আত্মঘাতী গৃহবধূ

যাত্রীরা ওই রেস্তোরাঁয় বসে খাওয়ার যেমন সুবিধা থাকবে সেই সঙ্গে জন আহার কেন্দ্র থেকে খবর কিনে নিয়ে যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন। তিনি আরও বলেন, সব রকম খাবার পাবেন যাত্রীরা ওই কাউন্টারে, ঠিক তার পাশাপাশি রান্নাঘরে যাতে স্বাস্থ্য সম্মত উপায়ে রান্না করা হয় সেজন্যে মেডিকেল এবং কমার্শিয়াল টিম নিয়মিত পরিদর্শন করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: আবার শুরু হাওড়া স্টেশনে অল্প দামে সারা দিন খাবারের ব্যবস্থা 'জন আহার '
Open in App
হোম
খবর
ফটো
লোকাল