আরও পড়ুন: রাস্তার জন্য জলদাপাড়া থেকে মুখ ঘোরাচ্ছেন পর্যটকরা
শীত প্রধান বা পার্বত্য অঞ্চলে বেড়ে ওঠা সহজে হলেও এই গরমেও ফুটছে পছন্দের রঙ বেরঙের অর্কিড। তবে এই আবহায় টিকিয়ে রাখা বা ফুল ফোটানো এক প্রকার চ্যালেঞ্জের। বর্তমানে কম সময়েই অর্কিড গাছে আসছে ফুল। ইদানিং চাহিদা অনুযায়ী নার্সারিগুলিতে অর্কিড আমদানি বেড়ে চলেছে দিন দিন। সেখান থেকে গাছ নিচ্ছে মানুষ। কিন্তু সেই গাছ টিকিয়ে রেখে সময় মত ফুল পাওয়া যায় না পরিচর্যার অভাবে। বেশিরভাগ ক্ষেত্রেই গাছে দু-একবার ফুল মেলে। অর্কিড পালনের বেশ কয়েকটা নিয়ম জানলে ৩-৪ মাসেই দেখা মিলবে ফুলের।
advertisement
হাওড়ার তাপস বাঙাল, যিনি দীর্ঘদিন বিভিন্ন আকর্ষণীয় অর্কিড ফুটিয়ে তুলছেন। তাঁর বাগানে বিভিন্ন রঙ বেরঙের প্রায় একশত অর্কিড গাছ রয়েছে। তাপসবাবু জানান, অর্কিড গাছের সঠিক যত্ন নিলে তিন থেকে সাড়ে তিন মাসেই ফুল আসবে। অযত্ন হলে সময় লাগতে পারে ৬-৮ মাস। পরাশ্রয়ী এই গাছ বাঁচিয়ে রাখতে ৩০% কাঠ কয়লার সঙ্গে নারকেল ছোবরার কাঠ জাতীয় উপাদান ৭০% মিশিয়ে টবে গাছ লাগালে ফাঙ্গাস ইনফেকশনের আশঙ্কা কম থাকে।
রাকেশ মাইতি