পঞ্চায়েত প্রধান হালিম মল্লিক জানান, এলাকার অধিকাংশ রাস্তা তৈরি হয়েছে আগে। তারপর মাঝারি ছোট। রাস্তা বলতে বাকি আছে, খুব সামান্য ছোটখাটো অলিগলির রাস্তা। তেমনি প্রয়োজনীয় স্থানে হাই মাস, স্ট্রিট লাইট, লাগানো হয়েছে প্রায় অধিকাংশ ১৫ সংসদে। স্বাস্থ্য পরিষেবা থেকে পানীয় জল সমস্ত ক্ষেত্রেই পঞ্চায়েত মানুষের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দিতেই সজাগ, এক একটি সংসদে পানীয় জলের কল রয়েছে একাধিক।
advertisement
শুভআড়া গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু মানুষের সঙ্গে কথা বলে জানা গেল। বেশিরভাগ মানুষ পঞ্চায়েতের কাজকর্মে খুশি। সাধারণ মানুষের মধ্যে অনেকাংশই মানুষের দাবি বর্তমান পঞ্চায়েত প্রধান থাকলে তাদের এই উন্নয়ন থাকবে অব্যাহত। পাশাপাশি বর্তমান সরকারকেই তাঁরা চাইছেন। তবে এর মাঝেই বেশ কিছু মানুষ পরিষেবা থেকে বঞ্চিত বলেই তাঁদের অভিযোগ।
রাস্তাঘাট বা আলোর সমস্যা রয়েছে একাংশের মানুষের কাছে। পঞ্চায়েত এলাকার কিছু অংশে পানীয় জলের সমস্যাও রয়েছে। অন্যদিকে পুকুর জলাশয় ডোবা অনেক ক্ষেত্রেই আবর্জনাময়, যদিও এ বিষয়ে আগামী দিনে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। আবাস যোজনা নিয়ে বেশ কিছু মানুষ সমস্যায় রয়েছে। যদিও এই সমস্ত সমস্যা আগামী দিনে সম্পূর্ণ রূপের সমাধান করা যাবে বলেই জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। সরকারি নিয়ম মাফিক উপভোক্তদের নাম পাঠান হচ্ছে আবাস যোজনা ক্ষেত্রে।
অধিকাংশ কাজ হয়েছে পঞ্চায়েত এলাকায়। সামান্য কিছু অংশের কাজ বাকি রয়েছে। এই সমস্ত অসমাপ্ত কাজকে সামনে রেখেই আগামী পঞ্চায়েত নির্বাচন। গত পাঁচ বছরে মানুষকে সঠিক পরিষেবা পৌঁছে দেয়া হয়েছে বলেই দাবি পঞ্চায়েত প্রধান-সহ শাসক দলের। তাঁরা মনে করছে সাধারণ মানুষ তাঁদের সঙ্গেই থাকছে আসন্ন নির্বাচনে।
রাকেশ মাইতি