TRENDING:

Howrah News: পুলিশ অফিসার পরিচয়ে চড়াও হোমগার্ড! হাসপাতালে মহিলা ডাক্তারকে গালিগালাজ-মারধর, অভিযুক্ত হোমগার্ড সহ আটক ২

Last Updated:

Howrah News: অভিযোগ, নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা ডাক্তারকে অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি তাঁর হাত মুচকে দেন, ঘাড়ে ঘুষি মারেন অভিযুক্ত হোমগার্ড। রাস্তায় বেরোলে তাঁকে ধর্ষণ করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উলুবেড়িয়া, হাওড়া, সন্তু মল্লিকঃ অস্থায়ী ট্রাফিক হোমগার্ডের (THG) হাতে নিগৃহীত এক মহিলা জুনিয়র চিকিৎসক। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটনাটি ঘটেছে। নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি হাত মুচকে দেওয়া, ঘাড়ে ঘুষি মারার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। এমনকি রাস্তায় বেরোলে ধর্ষণ করা হবে বলে হুমকিও দেওয়া হয়।
উলুবেড়িয়া থানা
উলুবেড়িয়া থানা
advertisement

পুলিশ সূত্রে খবর, উলুবেড়িয়া ট্রাফিক গার্ডের এক হোমগার্ড শেখ বাবুলাল (৩৫) তাঁর এক আত্মীয়াকে হাসপাতালের প্রসূতি বিভাগে নিয়ে আসেন। তাঁর সঙ্গে আরও ১০-১২ জন ছিলেন। ওই বিভাগে তখন ডিউটি করছিলেন এক মহিলা জুনিয়র ডাক্তার। ওই চিকিৎসক যখন হোমগার্ডের আত্মীয়াকে পরীক্ষার পর রেস্ট রুমে বসেছিলেন, সেই সময় তিনি দলবল নিয়ে ডাক্তারের উপর চড়াও হয় বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুনঃ ‘বিড়ি জ্বালাইলে…’ এবার দিওয়ালির বাজারে সুপার হিট বিড়ি বাজি! ছোট প্যাকেটে বড় ধামাকা

আরও অভিযোগ, নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা ডাক্তারকে অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি তাঁর হাত মুচকে দেন, ঘাড়ে ঘুষি মারেন অভিযুক্ত। রাস্তায় বেরোলে তাঁকে ধর্ষণ করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই চিকিৎসক। তখন ওয়ার্ডের মধ্যে অন্যান্য নার্স এবং আয়ারা ছুটে এসে ডাক্তারকে নিগ্রহের হাত থেকে উদ্ধার করেন। ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা ডাক্তার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

এরপর রাতেই নিগৃহীতা উলুবেড়িয়া থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, যখন তাঁকে নিগ্রহ করা হচ্ছিল সেই সময় ওয়ার্ডের আশেপাশে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। ফলে তাঁদের হামলা করতে সুবিধা হয়। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ওই হোমগার্ড সহ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: পুলিশ অফিসার পরিচয়ে চড়াও হোমগার্ড! হাসপাতালে মহিলা ডাক্তারকে গালিগালাজ-মারধর, অভিযুক্ত হোমগার্ড সহ আটক ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল