Kali Puja 2025: ডোমজুড়ের কালীপুজোর মণ্ডপে দশমহাবিদ্যা থিম! নজর কাড়ছে জেলাবাসীর, দেখেছেন?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Kali Puja 2025: ডোমজুড় 'আমরা নতুনের' পুজো মণ্ডপ এবার আরও আকর্ষণীয়, এবারের ভাবনা 'দশ মহাবিদ্যা'। দেখলে চোখ ফেরানো দায়...
ডোমজুড়, হাওড়া: এবার শক্তির আরাধনায় ৫০ তম বর্ষে মাতৃ আরাধনায় ডোমজুড় ‘আমরা নতুন ‘! প্রতিবছর দীপান্বিতা কালীপুজো ভক্তি ভরে মাতৃ আরাধনার পাশাপাশি গত কয়েক বছর থিমের জোয়ারে গা ভাসিয়েছে এই পুজো। এবারের ভাবনা ‘দশ মহাবিদ্যা’। কয়েক মাস আগে থেকে পুজোর প্রস্তুতি শুরু হয় এখানে। দুর্গাপুজো শেষ হলে মণ্ডপ সজ্জায় চরম ব্যস্ততা দেখা যায়।
দুর্গাপুজোর পাশাপাশি সারা বাংলায় জাঁকজমক কালী পুজোর আয়োজন হয়। হাওড়া জেলার প্রায় সর্বত্র মা কালীর আরাধনা হলেও বাগনান ডোমজুড় জগৎবল্লভপুর-সহ হাওড়ার বিভিন্ন প্রান্তে জাঁকজমক করে পুজোর আয়োজন হয়, সেই মতো কালী পুজোয় নানা থিম। গত কয়েক বছরে আরও আকর্ষণীয় থিম মণ্ডপে মণ্ডপে।
আরও পড়ুন: বাংলার দুই স্কুল দেশের সেরা ৩০ স্কুলের তালিকায় নাম তুলল, নাম জানলে গর্ব হবে!
ডোমজুড় আমরা নতুন এর পুজো এবার আরও আকর্ষণীয়। পাঁচ দশক আগে একপ্রকার খেলার ছলে গুটি কয়েকজন মানুষ ঐক্যবদ্ধ হয়ে শক্তির আরাধনায় মেতে ছিলেন। তারপর নতুন প্রজন্ম শামিল হয় এই পুজোয়, সে সময় যারা যুবক আজকে তারা প্রবীণ। এখানে নবীন প্রবীণ এক হয়ে আরও সাড়ম্বরে মাতৃ আরাধনা মেতে ওঠে।
advertisement
advertisement
আরও পড়ুন: প্ল্যাটফর্মে উপচে পড়ল ভিড়, রেলস্টেশনে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না! শনিবার রাতে শিলিগুড়ি জংশনে হই হই কাণ্ড
কয়েকদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পুজোকে কেন্দ্র করে। বিস্তীর্ণ এলাকার মানুষ তাকিয়ে থাকে পুজোর দিকে। ডোমজুড় ‘আমরা নতুন’-এর কালীপুজো মানে মহাসমারহে অন্নকুট। পাশাপাশি বস্ত্র বিতরণ-সহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 20, 2025 4:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: ডোমজুড়ের কালীপুজোর মণ্ডপে দশমহাবিদ্যা থিম! নজর কাড়ছে জেলাবাসীর, দেখেছেন?
