স্থানীয় এক ব্যক্তি জানান, এই খানাখন্দে ভরা রাস্তা হেঁটেই পারাপার করে বহু মানুষ তবে তাদেরও মহাসমস্যায় পড়তে হয়। গাড়ি বা বাইকের চাকায় জল ছিটকে উঠছে গায়ে, এই ঘটনা প্রায় ঘটতে দেখা যাচ্ছে। একটু অসাবধান হলেই সমস্যা, হাট বাজার এলাকার ব্যবসায়ীরা মাঝেমধ্যে জল সরানোর চেষ্টা করছে তবে সে চেষ্টা অনেক অংশেই বৃথা কারণ নিকাশি ব্যবস্থা যে ঠিক নেই।
advertisement
আরও পড়ুন- Grah Gochar : রাখিপূর্ণিমার আগের দিনেই রাশি বদল করছে ‘এই’ গ্রহ, চার রাশির জীবনে ব্যাপক রদবদল
আরও পড়ুন - উত্তর থেকে শ্যামবাজারে আসতে আর পোয়াতে হবে না ঝক্কি, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি টালা ব্রিজ শেষ হল বলে
পাঁচলা ব্লকের চড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচলা হাট বাজার থেকে চড়া পাঁচলা পর্যন্ত যাবার প্রায় দুই কিলোমিটার এই রাস্তার বেহালদশা। এ কথা নিজে মুখের স্বীকার করেন, চড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েত প্রধান হেমন্ত রায়। তিনি জানান রাস্তাটি জেলা পরিষদের অন্তর্ভুক্ত, রাস্তা খারাপ হওয়ার কারণে মানুষের দুর্ভোগ কয়েক বছর ধরে লেগে রয়েছে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।
স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন এই সমস্যা, রাস্তা লাগোয়া গ্রাম পঞ্চায়েত। স্থানীয়রা জানায় পঞ্চায়েত বৃষ্টি হলে রাস্তার কি পরিণতি তা দেখছে, তবে ব্যবস্থা গ্রহণ করেনি।
RAKESH MAITY





