Grah Gochar : রাখিপূর্ণিমার আগের দিনেই রাশি বদল করছে ‘এই’ গ্রহ, চার রাশির জীবনে ব্যাপক রদবদল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মঙ্গল ট্রানজিট বা মঙ্গলের গোচর হবে আজ রাতেই৷ রাখির একদিন আগেই হবে এই পরিবর্তন৷ ১১ অগাস্ট রাখি এবং ১০ অগাস্ট রাতে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে।
#কলকাতা: মঙ্গল ট্রানজিট বা মঙ্গলের গোচর হবে আজ রাতেই৷ রাখির একদিন আগেই হবে এই পরিবর্তন৷ ১১ অগাস্ট রাখি এবং ১০ অগাস্ট রাতে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে। ১০ অগাস্ট রাত ৯:৪৩ এ মঙ্গল মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল গ্রহ হচ্ছে সাহস এবং শক্তির গ্রহ হিসেবে বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে৷ ১০ অগাস্ট থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বৃষ রাশিতেই থাকবে মঙ্গল। মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণে ১২ টি রাশির মধ্যে ৪ টি রাশির ভাগ্যে বড় অদলবদল হবে৷ এই চার রাশির জন্য মঙ্গলের শুভ প্রভাব কার্যকারী হবে৷ তিরুপতির জ্যোতিষী ডক্টর কৃষ্ণ কুমার ভার্গবের মতেই বৃষ রাশিতে মঙ্গল গমনের কারণে ৪টি রাশি লাভবান হতে পারে।
advertisement
advertisement
কর্কট: মঙ্গলের কৃপায় কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন ঘর বা বাড়ির সুখলাভ হতে পারে৷ পুরনো বাড়ি-গাড়িতেও নতুন লাভ হতে পারে। চাকরিরতদের জন্য নতুন চাকরি পাওয়া যেতে পারে, আবার পুরনো চাকরিজীবীদের পদমর্যাদা ও মাইনে বাড়তে পারে৷ বৃদ্ধি পেতে পারে। আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অবস্থাও মজবুত হবে। (Photo: Pixabay)
advertisement
advertisement
advertisement


