উত্তর থেকে শ্যামবাজারে আসতে আর পোয়াতে হবে না ঝক্কি, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি টালা ব্রিজ শেষ হল বলে
- Published by:Debalina Datta
Last Updated:
নতুন টালা ব্রিজ হবে চার লেনের। মাঝেরহাট ব্রিজের মতো এটিও 'কেবল স্টেড রেলওভার' প্রযুক্তিতে তৈরি। চলছে চূড়ান্ত পর্যায়ের কাজ। মহালয়ার দিন টালা ব্রিজে আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরু হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নবনির্মিত টালা ব্রিজের উদ্বোধন৷
#কলকাতা: অত্যাধুনিক কেবল স্টেড রেল ওভারব্রিজ হতে চলেছে নতুনভাবে তৈরি টালা ব্রিজ। চার লেনের এই সেতুতে থাকবে পথচারীদের জন্য ফুটপাত। পুজোর আগেই যান চলাচল শুরু হবে টালা ব্রিজে। খুশি এলাকার বাসিন্দা থেকে টালার পুজো উদ্যোক্তারা। নতুন টালা ব্রিজ হবে চার লেনের। মাঝেরহাট ব্রিজের মতো এটিও 'কেবল স্টেড রেলওভার' প্রযুক্তিতে তৈরি। চলছে চূড়ান্ত পর্যায়ের কাজ। মহালয়ার দিন টালা ব্রিজে আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরু হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নবনির্মিত টালা ব্রিজের সূচনা এখন সময়ের অপেক্ষা।
advertisement
পুজোর আগে সেতুর উদ্বোধন হওয়ার খবরে খুশি এলাকার বাসিন্দা থেকে পুজো উদ্যোক্তারা। টালা বারোয়ারির সম্পাদক অভিষেক ভট্টাচার্য ঠিক তালা ব্রিজ থেকে ৫০০ মিটারের মধ্যেই বাস করেন। সেখানেই শতবর্ষ প্রাচীন টালা বারোয়ারির পূজা মন্ডপ তৈরি হয়। অভিষেকের দাবি ২০১৯ এ থেকে যে বিপর্যয় শুরু হয়েছিল এবার তা কাটিয়ে ওঠা যাবে। এবার ফুট ফল আশাতীত হবে বলেই মনে করছেন তিনি। টালা প্রত্যয় পুজো কমিটির অন্যতম সদস্য মৃত্যুঞ্জয় বিশ্বাস নিজে ও স্থানীয় বাসিন্দা।
advertisement
২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর রাজ্যের সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুরু করার কাজে হাত দেয় রাজ্য সরকার। সেই সময় টালা সেতুরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞরা পূর্ত দফতরকে জানায়, সেতুটি অনেক পুরনো হয়ে গিয়েছে। সেতুর গায়ে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। তাই ভেঙে নতুন সেতু তৈরি করার প্রস্তাব দেন তাঁরা। মুম্বাইয়ের সেতু বিশেষজ্ঞ ভি কে রায়না পুরনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণে জোর দেন। এরপরই ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ব্রিজ ভাঙার কাজ শুরু হয়। 2022 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ হওয়ার টার্গেট থাকলেও করোনার জন্য অনেক কাজ পিছিয়ে যায়। তবুও সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই উদ্বোধন হচ্ছে চলেছে এই সেতু। এলাকার প্রশাসনিক কর্তারাও এই সেতুর কাজ দ্রুত শেষ হয় খুশি।
advertisement
কলকাতা পুরসভার এক নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা বলেন, এতদিন ধরে এলাকার মানুষ অনেক কষ্ট করেছেন এই নতুন ব্রিজ পাওয়ার জন্য। এবার সেই কষ্টের অবসান হবে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং ভাবনায় বিশ্বমানের ব্রিজ হবে এই টালা ব্রিজ। প্রায় ৮০০ মিটার লম্বা নতুন টালা রেলওভার ব্রিজের ২৪০মিটার পুরোপুরি রেলপথের উপরে রয়েছে। এই অংশে কোন স্তম্ভ বা পিলার নেই। টোটালটাই কেবল স্টেড। অ্যাপ্রোচ রোডে মোট বারোটি স্তম্ভ বা পিলার রয়েছে। সিথি, বরানগর ডানলপ সহ কলকাতার শহরতলী এলাকা থেকে উত্তর কলকাতার শ্যামবাজারে ঢোকার পথ প্রশস্ত হবে।
advertisement
টালা ব্রিজের দিনপঞ্জি। ★১৯৬২ সালে উত্তর কলকাতা ও শহরতলীর মধ্যে সংযোগ রক্ষাকারী টালা ব্রিজের উদ্বোধন হয়। ★৫০ বছরে ব্রিজের হাল বেহাল। রিপোর্ট জমা দেন মুম্বাই সেতু বিশেষজ্ঞ ভি কে রায়না। ★২০১৯ সালের পুজোর আগে পুরনো টালা ব্রিজের যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয় এবং ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়। ★২০২০ সালের পয়লা ফেব্রুয়ারি থেকে টালা ব্রিজে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ★২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে ভাঙার কাজও শুরু হয়। ★২০২০ সালের মার্চ মাসে করোনা ভাইরাসের সংক্রমন। লকডাউন পর্বেও টালা ব্রিজ ভাঙার কাজ চলতে থাকে। ★2022 এর সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহে নতুন ভাবে তৈরি টালা ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন। ২০২১ সালের নভেম্বর মাসে নতুন ভাবে তৈরি মাঝেরহাট সেতু খুলে দেওয়া হয়েছে। তারপর থেকে দিন গোনা শুরু হয় টালা সেতুর উদ্বোধনের। অবশেষে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে খুলে যাচ্ছে নতুন টালা সেতু। Input- BISWAJIT SAHA