দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে গড়ে তোলা হচ্ছে এই এক্সপ্রেস ট্রেন। ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি রুটে এই ট্রেন চলাচল শুরু হয়েছে। এবার খুশির খবর বাংলায়। জানা গিয়েছে, পূর্ব ভারতেও খুব শিগগিরই এই বিশেষ ৫ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের।
আরও পড়ুন - ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় ফুটছে ডায়মন্ডহারবার
advertisement
সূত্রের খবর যে সমস্ত রুটে ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে সেগুলি হল, হাওড়া- রাঁচি, হাওড়া-ঝারসুগদা, হাওড়া-ভুবনেশ্বর হাওড়া-পাটনা এবং হাওড়া বা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি।
আরও পড়ুন - FIFA World Cup 2022: ‘বুড়ো’ রোনাল্ডো হোক বা ‘খোকা’ রিচার্লসন -কথা নয় কাজেই জাত চেনান
তবে পশ্চিমবঙ্গে কবে থেকে এ পরিষেবা চালু হবে, তার চূড়ান্ত দিনক্ষণ বলা না গেলেও এক রেলকর্তা অবশ্য জানিয়েছেন আগামী ছয় মাসের মধ্যে অন্তত দুটি বন্দে ভারত এক্সপ্রেস চলতে পারে হাওড়া স্টেশন থেকে। এই ট্রেন চলাচল শুরু হলে মূলত পর্যটকদের যে অনেকখানি সময় বাঁচবে তা বলাই বাহুল্য।
Rakesh Maity