South 24 Parganas News : ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় ফুটছে ডায়মন্ডহারবার

Last Updated:

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় ফুটছে ডায়মন্ডহারবার। ডায়মন্ডহারবার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে কাতারে আয়োজিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। সেজন‍্য ফুটবল প্রেমী বাঙালির মধ‍্যে উৎসাহ তুঙ্গে।

+
ফুটবল

ফুটবল বিশ্বকাপের সমর্থনে পোস্টার 

#ডায়মন্ডহারবার: ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় ফুটছে ডায়মন্ডহারবার। ডায়মন্ডহারবার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে কাতারে আয়োজিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। সেজন‍্য ফুটবল প্রেমী বাঙালির মধ‍্যে উৎসাহ তুঙ্গে।
এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপের রঙে রঙিন হয়ে উঠেছে ডায়মন্ডহারবার। ডায়মন্ডহারবার শহরের বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা। এছাড়াও অন‍্যান‍্য দেশের পতাকাও দু একটি চোখে পড়ছে।
advertisement
শহর জুড়ে টাঙানো হয়েছে ফ্লেক্স। সেই ফ্লেক্সে রয়েছে একাধিক ফুটবল তারকার ছবি। ডায়মন্ডহারবার এখন পরিণত হয়েছে এক টুকরো কাতারে। অলিতে গলিতে চলছে ফুটবল নিয়ে আলোচনা। চলছে বাগবিতণ্ডা। তবে আর্জেন্টিনার হার ও ব্রাজিলের জয়লাভের পর ব্রাজিল সমর্থকদের মধ‍্যে উৎসাহ তুঙ্গে।
advertisement
এ নিয়ে এক ব্রাজিল সমর্থক রাকেশ কাঞ্জি জানান ফুটবল বিশ্বকাপে ব্রাজিল জয়লাভ করবে এই উদ‍্যেশ‍্যে তারা সাজিয়ে তুলেছেন শহরকে। আর্জেন্টিনার সমর্থকদেরও জন‍্য কিছু জায়গা তারা ছেড়ে রেখেছেন। তারা সেখানে তাদের ফ্লেক্স টাঙিয়েছে। সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপের আনন্দে তাঁরা মাতোয়ারা হয়েছেন।
advertisement
এই ফুটবল বিশ্বকাপ নিয়ে ডায়মন্ডহারবার এম বাজারের সামনেও সর্বদা চলছে আলোচনা। সেখানেও ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ‍্যে সর্বদা চলছে বাগবিতণ্ডা। তবে এই মুহূর্তে ব্রাজিলের সমর্থকদের পাল্লা ভারী ডায়মন্ডহারবারে।
এ নিয়ে ডায়মন্ডহারবারে স্থানীয় বাসিন্দা তাপস কাঞ্জি জানান ব্রাজিল কাপ পাক তারা সেটি চান। তবে আর্জেন্টিনার হার খুবই দুঃখজনক ঘটনা। এই হারে আর্জেন্টিনার সমর্থকরা খুবই দুঃখ পেয়েছে। ব্রাজিলের সমর্থকরা তাদের জন্য সমবেদনা জানিয়েছেন। যদিও এই হারকে মেনে নিয়ে আর্জেন্টিনার সমর্থকরা তাদের প্রিয় দলের ভালো খেলা দেখার অপেক্ষায় রয়েছেন।
advertisement
Nwab Mullick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় ফুটছে ডায়মন্ডহারবার
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement