FIFA World Cup 2022: ‘বুড়ো’ রোনাল্ডো হোক বা ‘খোকা’ রিচার্লসন -কথা নয় কাজেই জাত চেনান

Last Updated:

একজনের বয়স ৩৭, আরেক জনের বয়স ২৫৷ একজনের শেষ বিশ্বকাপ আরেক জনের সামনে অনেক পথ চলার বাকি৷এই মজার জন্যেই চার বছরের অপেক্ষা করতেও অসুবিধা হয় না সকলেরই ৷

FIFA World Cup 2022: Cristiano Ronaldo and Richarlison footballers
FIFA World Cup 2022: Cristiano Ronaldo and Richarlison footballers
#দোহা:  একজনের বয়স ৩৭, আরেক জনের বয়স ২৫৷ একজনের শেষ বিশ্বকাপ আরেক জনের সামনে অনেক পথ চলার বাকি৷ একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যজন রিচার্লসন ৷ গোটা ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে না নেওয়া অবধি হয়ত একটা পেনাল্টি অফিসিয়াল রেকর্ডে লেখা রয়েছে৷ কিন্তু সারা ম্যাচে তাঁর যে চেষ্টা তা কিন্তু মাঠে হাজির দর্শক থেকে টিভি -র দর্শক সকলেই মর্মে মর্মে বুঝেছেন৷
বিপক্ষের বক্সে গিয়ে একের পর এক হেডার৷ ৩৭ -এও তরুণ প্রতিপক্ষদের উঁচুতে লাফিয়ে উঠে বলে মাথা ঠেকানো যেন এক ফুটবল রূপকথাকে সামনে থেকে দেখা৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় তাই ভাইরাল হতে সময় নেয়নি মোটেই৷
advertisement
এদিকে সাঁয়তিরিশের মাঠে এখন বল দখলের খিদে যখন সকলের নজর কাড়ল ঠিক সেই সময়েই ব্রাজিলের তরুণ তুর্কি  রিচার্লসনের দুরন্ত গোল কেড়ে নিল লাইমলাইট৷ টটেনহ্যাম হস্পারের ফরোয়ার্ড ব্রাজিলের সম্প্রচারকারী চ্যানেলকে জানিয়েছে আমরা ভাল খেলেছি৷
advertisement
এদিন তাঁর দুরন্ত গোল যাঁরা মিস করেছেন তাঁদের জন্য এই ভাইরাল ভিডিও রইল ৷
advertisement
এখন সামনে আরও অনেক খেলা বাকি৷ অনেক তারকা ঝকঝক করবেন, কোনও তারকা হারিয়ে যাবেন, কোনও অনামী ফুটবলার তারকা হয়ে উঠবেন৷ এটাই ফুটবল বিশ্বকাপের সবচেয়ে মজা৷
এই মজার জন্যেই চার বছরের অপেক্ষা করতেও অসুবিধা হয় না সকলেরই ৷
বাংলা খবর/ খবর/খেলা/
FIFA World Cup 2022: ‘বুড়ো’ রোনাল্ডো হোক বা ‘খোকা’ রিচার্লসন -কথা নয় কাজেই জাত চেনান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement