TRENDING:

Howrah News: অন্ধকারে জ্বলছে চোখ! রাতের পথে ওটা কী! অচেনা বন্যপ্রাণীকে ঘিরে রহস্য তীব্র

Last Updated:

Mysterious Animal: বিড়ালের মত দেখতে হলেও বিড়াল নয়, এলাকায় ঘুরে বেড়াচ্ছে অচেনা এক প্রাণী, কী এই প্রাণী প্রথমে স্থানীয়রা আন্দাজও করতে পারেনি এই প্রাণীকে নিয়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাকেশ মাইতি, হাওড়া: আবারও বনবিড়ালের শাবক উদ্ধার। প্রাণীটি উদ্ধার হলেও এ ধরনের ঘটনায় ক্রমশ চিন্তা বাড়ছে বন দফতরের। শ্যামপুর ডিহি মন্ডল ঘাট দক্ষিণপাড়ার ঘটনা। মঙ্গলবার স্থানীয় মানুষের নজরে আসে একটি বিড়ালের মতো দেখতে প্রাণী। এলাকায় ঘরে ফেরা করতে দেখে এলাকার মানুষের সন্দেহ হয়। বিড়ালের মতো দেখতে হলেও সে আসলে বিড়াল নয়। আকার আকৃতিতে বিড়ালের থেকে একটু বড়। স্থানীয়দের মধ্যে কেউ বলেন এটি  বাঘরোলের বাচ্চা। তবে প্রাণীটিকে নিয়ে এলাকাবাসীর মনে একটা সন্দেহ থেকেই যায়।
বিড়ালের মত দেখতে হলেও বিড়াল নয় এলাকায় ঘুরে বেড়াচ্ছে এক প্রাণী
বিড়ালের মত দেখতে হলেও বিড়াল নয় এলাকায় ঘুরে বেড়াচ্ছে এক প্রাণী
advertisement

ঘটনার খবর পৌঁছয় স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠন ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপে। ওই গ্রুপের সদস্য জাকির হোসেন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন একটি বন বিড়ালের শাবক। জাকির হোসেন শাবকটিকে উদ্ধার করে তাঁর নিজের বাড়িতে নিয়ে আসেন। খবর দেয় বন দফতরে। বন দফতর কর্মীরা এসে বন্যপ্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়। আপাতত তাকে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হবে।

advertisement

আরও পড়ুন : বাড়িতে কষ্ট করে তৈরি করতে হবে না! দোকানেই পাওয়া যাচ্ছে নলেন গুড়ের পিঠে

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

এ প্রসঙ্গে পশুপ্রেমী জাকির জানান, " এই প্রাণীটি সহজে উদ্ধার হলেও চিন্তা বাড়ছে। ক্রমশ এই ধরনের ঘটনা বাড়ছে, সেটাই চিন্তার কারণ।" তিনি আরও জানান, " গত কয়েকদিন আগে তাঁদের হাতেই বাগনান লাইব্রেরি মোড়ে একটি বেসরকারি হাসপাতালের ছাদ থেকে উদ্ধার হয় একটি বনবিড়াল শাবক। তারপরে আবারও এই ঘটনা। পর পর এই ধরনের ঘটনা। এতে বোঝা যায় যে বন্যপ্রাণীরা নিরাপদ নয়। মূলত তাদের বাসস্থানের অভাবের কারণেই লোকালয়ে চলে আসছে এরা। এর অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে ক্রমশ জনবসতি বৃদ্ধি পাওয়া। বন্যপ্রাণীরা বাসস্থান হারাচ্ছে, এ বিষয়ে বনবিভাগও যথেষ্ট চিন্তিত। জলা জঙ্গল কেটে দ্রুত জনবসতি গড়ে উঠছে তাতে বন্যপ্রাণীরা তাদের বাসস্থান হারাচ্ছে। জেলা জুড়ে বন্যপ্রাণীদের বাসস্থান ছোট হয়ে আসছে বলেই এ ধরনের ঘটনা বাড়ছে।"

advertisement

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: অন্ধকারে জ্বলছে চোখ! রাতের পথে ওটা কী! অচেনা বন্যপ্রাণীকে ঘিরে রহস্য তীব্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল