TRENDING:

Howrah, Cyclone Jawad: সাইক্লোন মোকাবিলায় চালু হলো হাওড়া পুরসভার কন্ট্রোল রুম, জেনে নিন নম্বর

Last Updated:

শনিবার উপকূলে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন জাওয়াদ । যার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়ায় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া- শনিবার উপকূলে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন জাওয়াদ। যার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়ায়। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি শনিবার সকালে ওড়িশা অথবা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। স্থলভাগে প্রবেশ করার পর, সেটি ওড়িশা উপকূল হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যার জেরে সপ্তাহান্তে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া - সহ উপকূলের জেলাগুলিতে।
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

এই বছরেই গত মে মাসে আরও একটি ঘূর্ণিঝড়, ইয়াসের সাক্ষী থেকেছিল হাওড়া । এর প্রভাবে শহর এলাকায় গাছ , ল্যাম্পপোস্ট উপড়ে যাওয়ার মতো সামান্য ক্ষয়ক্ষতি হলেও, গ্রামীণ এলাকায় বাঁধ ভেঙে বহু জায়গা প্লাবিত হয়েছিল বন্যার জলে। ফলে একই বছরে আরও একটি ঘুর্নিঝড় আসায় আতঙ্কে হাওড়ার গাদীয়ারা, শ্যামপুরের বাসিন্দারা। ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে, শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত হাওড়া, কলকাতা- সহ উপকূলবর্তী ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা । পাশাপাশি জেলার উপর দিয়ে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও ।

advertisement

যদিও, শহর এলাকায় ঘুর্নিঝড় মোকাবিলায় সম্পূর্ন প্রস্তুত হাওড়া পুরসভা, এমনটাই জানালেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান শ্রী সৈকত চৌধুরী । তিনি জানান, "ঘুর্নিঝড় মোকাবিলায় সাধারণ মানুষের প্রয়োজনে. শনিবার সকাল থেকে দুটি হেল্পলাইন নম্বর চালু করছে হাওড়া পুরসভা। পাশাপাশি আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির উপরেও নজর রাখবেন পুরসভার আধিকারিকরা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুত থাকবে পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরাও"। এর সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে একটানা বৃষ্টিতে হাওড়া পুরসভার ৭ , ৮ , ৯ , ৫০ নম্বর ওয়ার্ডের মতো ওয়ার্ডগুলির নীচু এলাকায় জল জমা আটকাতে পাম্পগুলিকে প্রস্তুত রাখা হয়েছে, বলেও জানিয়েছেন তিনি ।

advertisement

ঘূর্ণিঝড় মোকাবিলায় হাওড়া পুরসভার কন্ট্রোল রুম নাম্বার -62922 32870 , 62922 32871

View More

Santanu Chakraborty

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah, Cyclone Jawad: সাইক্লোন মোকাবিলায় চালু হলো হাওড়া পুরসভার কন্ট্রোল রুম, জেনে নিন নম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল