আরও পড়ুন: নিম্নমানের সামগ্রী দিয়ে পথশ্রী প্রকল্পের কাজের অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের
জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে ডেঙ্গুর সতর্কবার্তা পৌঁছনোর কাজ শুরু হল সাঁকরাইলে। পরিচিত সতর্কবার্তাগুলোই মানুষের কাছে গিয়ে বলছেন স্বাস্থ্য কর্মী ও প্রশাসনের লোকজন। যাতে কোথাও কোনোভাবে জল জমতে না পারে এবং নিকাশি নালা দিয়ে যাতে ভালোভাবে জল পাস করে যায় তার জন্য যা যা করা দরকার তার সবগুলোই করতে হবে বলে এলাকার মানুষকে পই পই করে বুঝিয়ে দেওয়া হয়েছে।
advertisement
সাঁকরাইলের বিডিও নাজিরুদ্দিন সরকার জানান, ডেঙ্গু ও ম্যালেরিয়া দমনে অগ্রিম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই বিষয়ে আয়োজিত আলোচনা সভায় হাজির ছিলেন ভিবিসিডি, পঞ্চায়েত প্রধান এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এছাড়াও হাজির ছিলেন নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলার সেক্রেটারি এবং পাবলিক ম্যানেজমেন্ট টিম। এই সভার মূল লক্ষ্য ছিল ডেঙ্গু, ম্যালেরিয়ার মত পতঙ্গিবাহিত রোগ কমানো বা নির্মূল করা। এক্ষেত্রে সলিড এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এই আলোচনা সভা থেকে আর একটা বিষয় উঠে এসেছে, তা হল প্রশাসনকে যেমন তৎপর থাকতে হবে তেমনই সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তাঁরা যদি যত্রতত্র প্লাস্টিক, ভাঁড় সহ এমন সব জিনিস ফেলে রাখেন যাতে জল জমতে পারে তবে ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ দূর করা কঠিন হয়ে যাবে।
রাকেশ মাইতি