TRENDING:

Howrah News: বর্ষার আগেই ডেঙ্গু দমনে তৎপর হাওড়া

Last Updated:

জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে ডেঙ্গুর সতর্কবার্তা পৌঁছনোর কাজ শুরু হল সাঁকরাইলে। পরিচিত সতর্কবার্তাগুলোই মানুষের কাছে গিয়ে বলছেন স্বাস্থ্য কর্মী ও প্রশাসনের লোকজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বর্ষা আসার আগেই ডেঙ্গু মোকাবিলার পরিকাঠামো তৈরিতে জোর জেলা স্বাস্থ্য বিভাগের। গত কয়েক বছর ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণহানির নিরিখে রাজ্যের মধ্যে উপরের দিকে আছে হাওড়ার নাম। এবার সেই ছবিটাই বদলাতে চাইছে জেলা প্রশাসন। আর তাই বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই ডেঙ্গু মোকাবিলার বিষয়গুলি তুলে ধরে মানুষকে সচেতন করার কাজ শুরু হয়ে গিয়েছে।
advertisement

আরও পড়ুন: নিম্নমানের সামগ্রী দিয়ে পথশ্রী প্রকল্পের কাজের অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে ডেঙ্গুর সতর্কবার্তা পৌঁছনোর কাজ শুরু হল সাঁকরাইলে। পরিচিত সতর্কবার্তাগুলোই মানুষের কাছে গিয়ে বলছেন স্বাস্থ্য কর্মী ও প্রশাসনের লোকজন। যাতে কোথাও কোনোভাবে জল জমতে না পারে এবং নিকাশি নালা দিয়ে যাতে ভালোভাবে জল পাস করে যায় তার জন্য যা যা করা দরকার তার সবগুলোই করতে হবে বলে এলাকার মানুষকে পই পই করে বুঝিয়ে দেওয়া হয়েছে।

advertisement

সাঁকরাইলের বিডিও নাজিরুদ্দিন সরকার জানান, ডেঙ্গু ও ম্যালেরিয়া দমনে অগ্রিম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই বিষয়ে আয়োজিত আলোচনা সভায় হাজির ছিলেন ভিবিসিডি, পঞ্চায়েত প্রধান এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এছাড়াও হাজির ছিলেন নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলার সেক্রেটারি এবং পাবলিক ম্যানেজমেন্ট টিম। এই সভার মূল লক্ষ্য ছিল ডেঙ্গু, ম্যালেরিয়ার মত পতঙ্গিবাহিত রোগ কমানো বা নির্মূল করা। এক্ষেত্রে সলিড এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এই আলোচনা সভা থেকে আর একটা বিষয় উঠে এসেছে, তা হল প্রশাসনকে যেমন তৎপর থাকতে হবে তেমনই সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তাঁরা যদি যত্রতত্র প্লাস্টিক, ভাঁড় সহ এমন সব জিনিস ফেলে রাখেন যাতে জল জমতে পারে তবে ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ দূর করা কঠিন হয়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বর্ষার আগেই ডেঙ্গু দমনে তৎপর হাওড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল