আরও পড়ুন: রেশন দুর্নীতির সঙ্গে বিহারের পশু খাদ্য দুর্নীতির যোগ! ইডি তদন্তে চাঞ্চল্যকর মোড়
০৩০০৭ হাওড়া–দিল্লি ওয়ান-ওয়ে স্পেশাল ট্রেনটি মঙ্গলবার (৭/১১/২৩) সকাল ০৮:৩৫-এ হাওড়া স্টেশন থেকে ছাড়বে। পরের দিন অর্থাৎ বুধবার (৮/১১/২৩) বেলা ১২:০০ টায় দিল্লি পৌঁছবে৷ এই স্পেশাল ট্রেনটি পূর্ব রেলের বর্ধমান স্টেশন হয়ে যাবে। এছাড়াও যাত্রীদের সুবিধার কথা ভেবে আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডি-তে স্টপেজ দেবে।
advertisement
হাওড়া-দিল্লি এই স্পেশাল ট্রেনে সাধারণ সেকেন্ড ক্লাস ও স্লিপার কোচ থাকবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এই বিশেষ ট্রেনের টিকিট বুকিং পিআরএস (PRS) এবং ইন্টারনেটের মাধ্যমে করা যাচ্ছে। মেইল/এক্সপ্রেসের ভাড়া ছাড়াও বিশেষ চার্জ নেওয়া হবে এই স্পেশাল ট্রেনের ক্ষেত্রে। রেয়াতি বুকিং অনুমোদিত নয়। তৎকাল কোটায় টিকিটও পাওয়া যাবে না বলে খবর।
রাকেশ মাইতি