Jyotipriya Mallick: রেশন দুর্নীতির সঙ্গে বিহারের পশু খাদ্য দুর্নীতির যোগ! ইডি তদন্তে চাঞ্চল্যকর মোড়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Jyotipriya Mallick: রেশন দুর্নীতিতে এ বার বিহার যোগ! রেশন দুর্নীতিতে পশুখাদ্য দুর্নীতির যোগ! অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডে ইডির তল্লাশি।
কলকাতা: রেশন দুর্নীতিতে এ বার বিহার যোগ! রেশন দুর্নীতিতে পশুখাদ্য দুর্নীতির যোগ! অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডে ইডির তল্লাশি। ‘অঙ্কিতের’ ডিরেক্টর দীপেশ চন্দক এবং হিতেশ চন্দক। দীপেশ ও হিতেশ পশুখাদ্য মামলায় গ্রেফতার হন। পরে মামলার রাজসাক্ষী হয়ে ছাড়াও পান। এ বারে
রেশন দুর্নীতি কাণ্ডে উঠে এল দীপেশ এবং হিতেশ চন্দকের নাম। দু’জনেই প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীর ঘনিষ্ঠ বলে দাবি ইডির।
বাংলায় রেশন দুর্নীতিকাণ্ডে এবার বিহারের পশু খাদ্য দুর্নীতি মামলার যোগ। রেশন দুর্নীতিকাণ্ডে শুক্রবার থেকে অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার আটা কল, চাল কল, কর্পোরেট অফিস ও ডিরেক্টরের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ব্যাপক লক্ষ্মীলাভ! উৎসবের মরসুমে ট্রেন, বিমানের সঙ্গে পাল্লা দিল উত্তরবঙ্গগামী এসি বাস
কেন্দ্রীয় এজেন্সির দাবি, অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের দুই ডিরেক্টর দীপেশ চন্দক ও হিতেশ চন্দক ১৯৯৬ সালে বিহারের পশু খাদ্য দুর্নীতি মামলার প্রধান অভিযুক্ত হিসেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। তবে ওই মামলায় রাজসাক্ষী হয়ে তাঁরা ছাড়া পেয়ে যান। দীপেশ এবং হিতেশ চন্দক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিলেন বলে ইডি আধিকারিকদের।
advertisement
অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থার নামে বাংলায় একাধিক ব্যবসা রয়েছে চন্দকদের। রেশনের চাল, গম তাঁদের রাইস মিল ও আটা কলে এনে তা প্যাকেটবন্দি করে খোলা বাজারে বিক্রি করা হত বলে ইডির দাবি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 10:46 AM IST