Tourism: ব্যাপক লক্ষ্মীলাভ! উৎসবের মরসুমে ট্রেন, বিমানের সঙ্গে পাল্লা দিল উত্তরবঙ্গগামী এসি বাস

Last Updated:

North Bengal Tourism: ট্রেন ও বিমানের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার শীতাতপ নিয়ন্ত্রিত বাস৷ প্রায় ৩ বছর বন্ধ থাকার পর ফের বেশি সংখ্যায় শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালানো হচ্ছে।

কলকাতাঃ ট্রেন ও বিমানের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার শীতাতপ নিয়ন্ত্রিত বাস৷ প্রায় ৩ বছর বন্ধ থাকার পর ফের বেশি সংখ্যায় শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালানোর ভাবনা নিয়েছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। শিলিগুড়ি, রায়গঞ্জ, কোচবিহার ডিপো থেকে কলকাতার পথে চলছে এই বাসগুলি। আপাতত ৩টি এসি বাস চলছে শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-শিলিগুড়ি ও কোচবিহার-রায়গঞ্জ রুটে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, “একটা সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ১৪ শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাস্তায় চলত। বিভিন্ন কারণে সেই পরিষেবা বন্ধ হয়ে ছিল। প্রায় ৩ বছর বন্ধ থাকার পর সেই পরিস্থিতি কাটিয়ে পুনরায় আমরা এসি বাস পরিষেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছিলাম। প্রাথমিকভাবে, শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-শিলিগুড়ি ও কোচবিহার-রায়গঞ্জ এই ৩ রুটে আমরা এই বাস চালিয়েছি। চাহিদা অনুযায়ী ধাপে ধাপে এসি বাসের সংখ্যা বাড়ানো হবে।”
advertisement
আরও পড়ুনঃ দেখতে ছোট, গুণে বিরাট! কুঁদরির উপকারিতা জানলে এখনই বাজার ছুটবেন
দু’বছরের বেশি সময় ধরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ১৪ এসি বাস বসে রয়েছে। পরিকাঠামোগত সমস্যায় বাসগুলি রাস্তায় নামাতে পারছিল না নিগম। বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে সেগুলির মধ্যে মাত্র তিনটি বাস তারা ফের চালু করার পরিকল্পনা নিয়েছিল। পার্থ জানিয়েছেন, নিগমে বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে। একসময় নিগমের ১৪ এসি বাস চলত। মাঝখানে দেখভালের অভাবে এবং পর্যাপ্ত আয় না থাকায় বাসগুলি বন্ধ হয়ে যায়। তারমধ্যে তিনটি বাস ফের চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। ফের শিলিগুড়ি, কোচবিহার এবং রায়গঞ্জ থেকে তিনটি বাস শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালু হবে।
advertisement
advertisement
কোচবিহার-শিলিগুড়ি, রায়গঞ্জ -শিলিগুড়ি এবং শিলিগুড়ি-কলকাতা রুটে এসি বাসগুলি চলবে। তিনি বলেন, দু-আড়াই বছর বাসগুলো বন্ধ ছিল। ধাপে ধাপে সব বাস চালু করা হবে। কেন এতদিন এসি বাস বন্ধ রয়েছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেকানিক নিয়ে সমস্যা আর কিছু রুটে ক্ষতির কারণে পরিষেবা বন্ধ ছিল। যখন রাজ্য সরকারের বেতনের ভর্তুকি নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, তখন কেন পরিবহণ ভবন সংস্কার-সহ বিভিন্ন কাজে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে? পার্থর জবাব, সরকারের কাছে পরিকাঠামো উন্নয়নের টাকা তাঁরা পান, সেটা দিয়ে কাজ হবে।
advertisement
আবীর ঘোষাল
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tourism: ব্যাপক লক্ষ্মীলাভ! উৎসবের মরসুমে ট্রেন, বিমানের সঙ্গে পাল্লা দিল উত্তরবঙ্গগামী এসি বাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement