আরও পড়ুন: ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলাকে কেন্দ্র করে ক্যানিংয়ে ব্যাপক সংঘর্ষ, জখম ১২
দক্ষিণবঙ্গে গত ক’দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এদিন বৃষ্টির মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জগৎবল্লভপুরের পাতিহাল নিচবালিয়ার এই বাড়িটি। মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। ঘর ভেঙে পড়ার শব্দে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁদের কাছ থেকে জানা গিয়েছে, শুক্রবার সকালে হঠাৎ মচমচ শব্দ শোনা যায়। আর তা শুনেই পরিবারের চার সদস্যই ঘরের বাইরে বেরিয়ে আসেন। তারপরই দেখা যায় সেই ভয়ানক দৃশ্য। চোখের সামনে হুড়মুড়িয়ে মাটিতে মিশে গেল ঘর, দাঁড়িয়ে দেখল পরিবারের সকলে।
advertisement
জানা গিয়েছে, বিপর্যস্ত পরিবারটির চারজন সদস্যই সুস্থ। এখনও তাঁদের মনের মধ্যে গোটা ঘটনার আতঙ্কের ছাপ স্পষ্ট। ওই পরিবারের সদস্য অর্পিতা মণ্ডল বলেন, বৃহস্পতিবার রাতভর বৃষ্টি হয়েছে। সকাল হতেই ঘরে মচমচ শব্দ শোনা যায়। বাচ্চা সহ চারজন ঘর থেকে বেরিয়ে আসি। তারপরই হুড়মুড় করে ভেঙে পড়ল গোটা ঘর। এই পরিস্থিতিতে বর্ষায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে পরিবারটি। তবে বিষয়টি স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে। এখন দেখার সেখান থেকে কোনও সাহায্য আসে কিনা।
রাকেশ মাইতি