একসময় কমপক্ষে ৫ কেজি একই রকম জিনিস কিনতে হত, তবে বর্তমানে হাফ পাল্লা বা জিনিস অনুযায়ী ৫০০ গ্রাম পর্যন্ত বিক্রি করেন বিক্রেতা। সেই মতো ব্যবসায়ীদের পাশাপাশি সাংসারিক মানুষজনও জমিয়ে তরতাজা সবজি কিনেছেন কম দামে। বিবাহ অন্নপ্রাশন বা অন্যান্য অনুষ্ঠানে সবজির প্রয়োজন হলেই টুক করে মানুষ পাড়ি দিচ্ছে এই পাইকারি সবজি বাজারে, দামে কম বিপুল জিনিসপত্রের সম্ভার এই বাজারে কাঁচা সবজির মধ্যে কোন কিছুই অমিল থাকে না।
advertisement
আরও পড়ুনঃ ১৬ নম্বর জাতীয় সড়কে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত্যু তিন জনের
দুপুর থেকে শুরু হয় কয়েক ঘন্টার বেচাকেনা।এক বিক্রেতা জানান, এই বাজারে অন্যান্য বাজারের তুলনায় ক্রেতা ও বিক্রেতার ভিড় বেশি হয়, মূলত বিক্রেতারা এক মনে এই বাজারেই চলে আসেন তার অন্যতম কারণ হলো সহজ যোগাযোগ ব্যবস্থা ১৬ নম্বর জাতীয় সড়কের ধুলাগর চৌরাস্তা লাগোয়া বাজার, পাশাপাশি এই বাজারে ক্রেতাদের ঢল নামে প্রতিদিন, ফলে বেচাকানো হয় জোরদার।
Rakesh Maity