Howrah News: ১৬ নম্বর জাতীয় সড়কে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত্যু তিন জনের

Last Updated:

১৬ নম্বর জাতীয় সড়কে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন জনের। জানা গেছে মঙ্গলবার সন্ধা সাড়ে সাতটা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়ার মনসাতলা ফ্লাই ওভারে ঘটে দুর্ঘটনাটি।

#হাওড়া : ১৬ নম্বর জাতীয় সড়কে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন জনের। জানা গেছে মঙ্গলবার সন্ধা সাড়ে সাতটা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়ার মনসাতলা ফ্লাই ওভারে ঘটে দুর্ঘটনাটি। সূত্রের খবর, এদিন উলুবেড়িয়ার দিক থেকে রানীহাটি দিকে বাইকে করে যাচ্ছিল তিন তিন যুবক, তাদের প্রত্যেকের বাড়ি উলুবেড়িয়ার নিমদিঘিতে।
আরও পড়ুনঃ ভরদুপুরে দোকানে আগুন! গ্যাস সিলিন্ডার ফেটে ভস্মীভূত দোকান ঘর
সেই সময় মনসাতলা ফ্লাই ওভারে নামার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে ওই বাইকটি। আর এর ফলে জাতীয় সড়কে ছিটকে পড়ে বাইকে থাকা তিন যুবক। আহত ওই তিন যুবককে স্থানীয়রা উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য, সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে দুর্ঘটনায় মৃতরা হলেন সেখ মনতাজুল (২৪), সেখ বাবর আলি (২৫) ও সেখ হরিপুর (২৭)। তিন জনই উলুবেড়িয়া পৌরসভার-২৮ নম্বর ওয়ার্ডের নিমদীঘি সেখপাড়ার বাসিন্দা।
advertisement
Rakesh Maity
advertisement
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ১৬ নম্বর জাতীয় সড়কে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত্যু তিন জনের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement