এই ফতে আলি মেলা হাওড়া জেলার অন্যতম একটি প্রাচীন মেলা। হাওড়া ও হুগলি জেলার মানুষ ক্রেতা বিক্রেতা। প্রায় ২০০ বছরের রীতি মেনে মেলার আয়োজন। এখানে এমন কিছু জিনিস পাওয়া যায় যা অন্য মেলায় মেলা ভার। মেলায় কয়েকশো দোকান বসেছে প্রতিবছরের মতো। তার মধ্যেই একটি দোকান থেকে মনোমুগ্ধ করা সুর ভেসে আসছ।
advertisement
আরও পড়ুন : ৯৩ তম জন্মদিনে চতুর্থবার বিয়ে করলেন দ্বিতীয় মানুষ হিসেবে চাঁদে পা রাখা এডউইন বাজ অলড্রিন
এই মনোমুগ্ধ করা সুর কোন লক্ষ টাকার বাদ্যযন্ত্র নয়। সামান্য একটি বাদ্যযন্ত্র, যার মূল্য ৫০-৬০ টাকা। জানা যায় তিনি এই বাদ্যযন্ত্র নিজের হাতে তৈরি করেন। বাঁশ মাটির পাত্র ও তারের মাধ্যমে বেহালা। বাম হাতে বেহালার তারে তিন আঙ্গুল আর ডান হাতে ছড়ি। তার এই হাতে তৈরি বাদ্যযন্ত্রে বিভিন্ন গানের সুর বেজে উঠছে। সেই সুর শুনেই ছুটে আসছেন মানুষ। এভাবেই দীর্ঘ প্রায় বছর এই অসামান্য দক্ষ শিল্পীর চলে আসছে ব্যবসা।