হাওড়া জেলার বিভিন্ন এলাকার জলাভূমি খড়ি হোগলা বনে শিয়াল গন্ধগোকুল সজারু বনবিড়াল এবং রাজ্য প্রাণী বাঘরোল বসবাস করে। জলাভূমি লাগোয়া সড়ক প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে বন্যপ্রাণীদের। এবার বাগনান খালোড় গ্রাম পঞ্চায়েতের হেতমপুর গ্রামে বাইকের ধাক্কায় একটি মেছোবিড়াল গুরুতর আহত হয়। এলাকার পশুপ্রেমী মহিলা তুহিনা দাস ও কলেজ ছাত্রী অয়ন্তিকা দাস যোগাযোগ করেন উদ্ধারের জন্য।
advertisement
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান পরিবেশকর্মী ও খালোড় গ্রাম পঞ্চায়েতের সদস্যা ঝিন্দন প্রধান, বাগনান থানার পুলিশ কর্মী সুমন পাঠক ও পরিবেশ কর্মী গুরু চক্রবর্তী। বাঘরোল টিকে দেখতে অন্তত ১৫০-২০০ মানুষ ভিড় করেন। কিছুক্ষণের মধ্যেই বন্যপ্রাণ উদ্ধারকারী সুমন্ত দাস, ইমন ধাড়া আসেন। তারা আহত বাঘরোল টিকে রাস্তা থেকে তুলে একটি নিরাপদ জায়গায় নিয়ে যান। পরবর্তীতে বন বিভাগের কর্মীরা এসে আহত বাঘরোল টি উদ্ধার করে গড়চুমুক চিড়িয়াখানায় নিয়ে যান।
রাকেশ মাইতি