বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মানেই নানা থিমের প্রদর্শন। এ বার সেই দিক দিয়ে মানুষের মধ্যে বাস্তববোধ জাগ্রত করতে, সমস্ত মানুষের কর্ম বা পেশাকে সম্মান জানিয়ে, মণ্ডপের উপর ফুটিয়ে তোলা হয়েছে কর্মের বিভিন্ন ছবি। উদ্যোক্তাদের কথায়, এখানে মা দুর্গাকে দেখানো হয়েছে একজন শ্রমজীবী মহিলা বা গ্রামের মহিলা কর্মী হিসেবে। সেই সঙ্গে মণ্ডপে দেখা মিলবে কুমোর থেকে কামার, আবার কৃষক থেকে দর্জি, প্রায় সমস্ত কর্মকে সম্মান জানাতে চিত্র তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়।
advertisement
আরও পড়ুন: বহরমপুরের এই মণ্ডপে গেলেই থাকছেন অরিজিৎ সিং! একবার ঢুঁ মারতেই পারেন
আরও পড়ুন: ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখার বার্তা পুজো মণ্ডপে! কোথায়?
উদ্যোক্তা সন্দীপ দোলুই ও সুপ্রিয় মাজী জানান, সাধারণ মানুষের রুটি-রুজি সাধারণ মানুষের কর্মকেই তুলে ধরা হয়েছে মন্ডপে। যাতে আরও বেশি করে মানুষ এদের সম্মান করে। কোথাও কোনও ভাবে, কোনও মানুষ না হারিয়ে যায়। সেই ভাবনা মানুষের মধ্য জাগ্রত করতেই এ বারের থিম ভবানা।
রাকেশ মাইতি