Durga Puja 2023: ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখার বার্তা পুজো মণ্ডপে! কোথায়?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Durga Puja 2023: জেগে দেখতে হবে স্বপ্ন, তৈরি করতে হবে পরিবেশ বান্ধব সমাজ। অভিনব বার্তা বাঁকুড়ার পুজোয়।
বাঁকুড়া: বাঁকুড়ার বাংলার নবারুণ সংঘের থিম ‘মা আসছে স্বপ্নের দেশে’ নজর কেড়েছে সারা বাঁকুড়াবাসীর। বাঁকুড়া জেলার ইন্দপুর বাংলার নবারুণ সংঘের দশভূজার আরাধনার ১৭ তম বর্ষের নিবেদন ‘মা আসছে স্বপ্নের দেশে’। ঘুমন্ত অবস্থায় আমরা যখন কোনও স্বপ্ন দেখি তা রঙিন হয়ে থাকে কিন্তু চোখ খুললেই সেই স্বপ্ন সাদা হয়ে যায়।
স্বপ্ন আর বাস্তবতার অনেক ফারাক দেখা যায়। উদ্যোক্তাদের চিন্তা ভাবনা প্রকৃতি সজাগ হোক, সমাজ সজাগ হোক নইলে সব কিছুই বাস্তবিক সাদা হয়ে যাবে। সমাজের সব স্তরের মানুষকে সজাগ থাকার বার্তা দিয়েই তাঁদের মণ্ডপসজ্জা ফুটে উঠেছে। পুজোর মোট বাজেট ১৫ লক্ষ টাকা।
আরও পড়ুন: আজ মহাষ্টমী, মণ্ডপে পুষ্পাঞ্জলিতে দেবীবন্দনা! সন্ধিপুজোর সময় জানুন
পুরো মণ্ডপটি পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি করা হয়েছে বলেই জানাচ্ছেন পুজো কমিটির সদস্যরা। পুজো উদ্যোক্তাদের আশা অন্য বছরের মতো এই বছরও জনতার ঢল লক্ষ্য করা যাবে মণ্ডপে। উদ্যোক্তাদের মতে, ‘আমরা সকলেই যাতে উন্নত সমাজ এবং উন্নত দেশ গড়তে স্বপ্ন দেখি। সেই স্বপ্ন যেন ঘুমিয়ে নয়, সজাগ থেকে চোখ খুলে রুপায়িত করার চেষ্টা করি। এই বার্তাই দেওয়া হয়েছে পূজা মণ্ডপে।’ মায়াবী এই মণ্ডপ দেখতে ঢল নেমেছে দর্শনার্থীদের।
advertisement
advertisement
আরও পড়ুন: দুর্গাষ্টমীতে ঘরে আনুন এই জিনিস, সঙ্গে সঙ্গে আসবে সমৃদ্ধি-অর্থ! জানুন বাস্তু টিপস
বর্তমানে শহর অঞ্চলের মতোই গ্রামীণ কিংবা মফস্বলে তৈরি হচ্ছে দৃষ্টান্ত মূলক থিম। বাঁকুড়ার বাংলার নবারুণ সংঘের “মা আসছে স্বপ্নের দেশে” রয়েছে আধুনিকতার ছোঁয়া। দৃষ্টিনন্দন এই পূজা মণ্ডপের মাধ্যমে দেওয়া হয়েছে গভীর বার্তা।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2023 10:54 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখার বার্তা পুজো মণ্ডপে! কোথায়?