Durga Puja 2023: দুর্গাষ্টমীতে ঘরে আনুন এই জিনিস, সঙ্গে সঙ্গে আসবে সমৃদ্ধি-অর্থ! জানুন বাস্তু টিপস
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Durga Puja 2023: বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে, আর্থিক সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি করতে দুর্গাপুজোর অষ্টমীতে আনুন এই শুভ জিনিসগুলি।
কলকাতা: অষ্টমীর দিনটা বাঙালির কাছে খুব স্পেশ্যাল। শাড়ি, পাঞ্জাবি পরে এই দিন সকালটা তোলাই থাকে পুষ্পাঞ্জলির জন্য। অষ্টমীর অঞ্জলির পরেই থাকবে সন্ধিপূজা তাই সন্ধিপুজোর আয়োজনেও ব্যস্ত উদ্যোক্তারা। এমন শুভ দিনে কিছু বাস্তু টিপস পালন করলে তা দিয়ে থাকে শুভ ফল।
বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে, আর্থিক সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি করতে দুর্গাপুজোর অষ্টমীতে আনুন এই শুভ জিনিসগুলি। বাস্তুশাস্ত্র মতে, দুর্গা অষ্টমীর দিন যদি বাড়িতে রুপোর ঘটি কেনেন তাহলে তা সৌভাগ্য আনে বলে মনে করা হয়।
আরও পড়ুন: আজ মহাষ্টমী, মণ্ডপে পুষ্পাঞ্জলিতে দেবীবন্দনা! সন্ধিপুজোর সময় জানুন
শাস্ত্রজ্ঞরা বলছেন, অষ্টমীর দিন যদি রুপোর কোনও জিনিস কেনেন, তাহলে তা খুবই লাভদায়ী হবে। মনে করা হয, এতে জীবনে আসে সৌভাগ্য। আর্থিক উন্নতিতে ময়ূরের পালক দুর্গাপুজোর অষ্টমীতে ঘরে আনলে তা আর্থিক উন্নতির রাস্তা তৈরি করে দেয়। ময়ূরের পালক ঘরে রাখার ফলে আর্থিক সমস্যা দূর হবে। সঙ্গে আপনার ধনলাভও হবে।
advertisement
advertisement
বাস্তু মতে, চন্দন কাঠকে শুভ বলে মনে করা হয়। বলা হয়, যেখানে চন্দন থাকে, সেখানে সুখ বিরাজ করে। তাই দুর্গা অষ্টমীর দিন ঘরে আনুন চন্দন কাঠ। আপনার রয়েছে আর্থিক উন্নতির সম্ভাবনা। দুর্গাষ্টমীর আগে বা ওই তিথিতে অবশ্যই আনুন চন্দন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2023 10:19 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Durga Puja 2023: দুর্গাষ্টমীতে ঘরে আনুন এই জিনিস, সঙ্গে সঙ্গে আসবে সমৃদ্ধি-অর্থ! জানুন বাস্তু টিপস