প্রসঙ্গত, ২০১১ সালের পর থেকে সেভাবে লাল সংগঠনের আর দেখা মেলেনি রাজ্যে। তবে ২০২৩ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আবার ঘুরে দাঁড়িয়েছে বাম শিবির। সে দিক থেকে ব্যতিক্রমী নয় হাওড়ার বালিও। আর তাই এ বার হাওড়া ৪১ নম্বর জেলা পরিষদের প্রার্থী এসএফআই নেত্রী দিপ্সীতা ধরের মা।
আরও পড়ুনঃ পঞ্চায়েতে বেনজির পদক্ষেপ! প্রার্থী নির্বাচনে এ কী করল সিপিআইএম! তোলপাড় রাজ্য-রাজনীতি
advertisement
অন্যান্য প্রার্থীদের মতো মায়ের প্রচারেও দেখা গিয়েছে এসএফআই নেত্রীকে। এ বার নমিনেশন পর্ব থেকেই ঘুরে দাঁড়িয়েছে বাম শিবির। একই ছবি হাওড়া জেলা পরিষদ ৪১ নম্বর আসনও। জানা গিয়েছে, নিকাশি এবং পানীয় জলের সমস্যার জন্য মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল সে সময়।
সিপিআইএম প্রার্থী দীপিকা ধরের দাবি, বর্তমানে শাসক দলের আমলে সেই সমস্যা বালির বিভিন্ন জায়গায় আরও জটিল হয়েছে। মানুষ আরও নানা সমস্যায় জর্জরিত। তাই এ বারে পালাবদল ঘটতেই পারে। তিনি আরও বলেন, ‘এক সময় রাস্তায় জল দাঁড়িয়ে থাকত। কিন্তু এখন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অর্থাৎ এই কয়েক বছরে সেই জল মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে।’
রাকেশ মাইতি