গ্রামীন সম্পদ কর্মী দিবাকর বাগ জানান, প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সংখ্যক বাড়িতে আমাদের একজন বা দুইজন কর্মী পরিদর্শন করেন৷ পঞ্চায়েত এলাকায় সর্বত্র বাড়ি বাড়ি পৌঁছে মানুষকে বা পরিবার গুলিতে সতর্ক বার্তা পৌঁছে দেওয়া হয়। বিশ্ব ডেঙ্গু দিবস উপলক্ষে পঞ্চায়েতের সমস্ত VRP , VST, VVDC কর্মী এক হয়ে মানুষকে সতর্ক বার্তা দেন যাতে সাধারণ মানুষ আরও বেশি করে গুরুত্ব দেন এবং সতর্ক থাকেন।
advertisement
আরও পড়ুনঃ Howrah: প্লাস্টিকের চাপে বাংলার পাটের চটের প্রয়োজন কমছে! বিস্ফোরক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
এ বিষয়ে পাঁচলা জলা বিশ্বনাথ পুর গ্রামপঞ্চায়েত প্রধান আসলাম মোল্লা জানান, গ্রামীন সম্পদ কর্মীরা নিয়মিত মানুষকে সচেতন করে চলেছেন। সেইসঙ্গে বিশেষ দিনগুলোতে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে যেতে এবং সতর্ক বার্তা পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। তাতে পঞ্চায়েত এলাকার স্বাস্থ্যবিধি বা মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুনঃ Howrah: পুলিশ সেজে অভিনব কায়দায় ছিনতাই আন্দুল রোডে
তিনি আরও জানান,আমরা সকলে পঞ্চায়েতের সমস্ত কর্মী ,সদস্য এক হয়ে সাধারণ মানুষের হয়ে কাজ করে চলেছি। তাতে আগামী দিনে পঞ্চায়েত এলাকার সমস্ত মানুষ সুস্থ এবং নিরোগ থাকবে বলে আমার আশা৷
Rakesh maity