লক্ষণের স্ত্রী লক্ষণকে জানায়, গ্যাস ঠিকমতো জ্বলছে না। তা ঠিক করার জন্য। সেই সময় লক্ষণ ডেলিভারি বয় কাম গ্যাস রিপেয়ারিং তরুণ বরকে ফোন করেন। তরুণ বর লক্ষণের বাড়িতে এসে গ্যাস সিলিন্ডার-সহ গ্যাস ওভেনটি চেকআপ এবং রিপেয়ারিং করে, তারপর সেটি ঠিকঠাক আছে কিনা তার জন্য গ্যাস ওভেনটি জ্বালতে যায়, ওটা দপ করে জ্বলে ওঠে, তখনই গ্যাস ওভেনের পাশে থাকা কাপড়-সহ ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তে।
advertisement
আরও পড়ুনঃ বাড়বে গর্ভধারণের সম্ভাবনা, ওভ্যুলেশনের তারিখ ঠিক ভাবে গুনতে পারেন? শিখে নিন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই রান্নাঘর থেকে বেরিয়ে আসেন লক্ষণ এবং তাঁর স্ত্রী এবং রিপেয়ার করতে আসা ব্যক্তি। হঠাৎ করে আগুন জ্বলে যাবে তা তারা আন্দাজও করতে পারেনি, ওভেনের সামনে দাঁড়িয়ে থাকা তিনজনই অগ্নিদগ্ধ হয়। আশে পাশের লোক খবর পেয়ে ছুটে এসে তাঁদেরকে প্রথমে নিয়ে যায় শ্যামপুর ঝুমঝুমি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, তারপর সেখান থেকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনজনের মধ্যে গুরুতর আহত হন মহিলা।
রাকেশ মাইতি