TRENDING:

Howrah News|| জাতীয় সড়কে মরণ ফাঁদ, গলায় মাঞ্জা সুতোর প্যাঁচ, অল্পের জন্য প্রাণ রক্ষা বাইক আরোহীর

Last Updated:

Chinese Manja threat: জাতীয় সড়কে মরণ ফাঁদ, গলায় মাঞ্জা সুতোর প্যাচ, অল্পের জন্য প্রাণ বাঁচাল বাইক আরোহীর, ঘটনাটি ঘটে হাওড়া পাঁচলা ১৬ নম্বর জাতীয় সড়কের পানিয়ারা সংলগ্ন এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: জাতীয় সড়কে মরণ ফাঁদ, গলায় মাঞ্জা সুতোর প্যাচ, অল্পের জন্য প্রাণ বাঁচাল বাইক আরোহীর। বিশ্বকর্মা পুজো কিংবা পৌষ পার্বণ রমরমিয়ে ঘুড়ির উৎসব হয় প্রতি বছর। টানা কয়েক মাস আকাশে ঘুরে উড়তে দেখা যায়, গ্রাম বা শহর অলিগলি গাছপালা বা রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায় ঘুড়ির সুতো, তাতেই বিপদ!
advertisement

বর্তমানে দেখা যায় ঘুড়ি ওড়াতে ব্যবহৃত হচ্ছে ব্যাপক হাড়ে চিনা মাঞ্জা নাইলন সুতো। সেই সুতোই যে মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে সাইকেল বা বাইক আরোহীদের। হাওড়া জেলা জুড়ে কয়েক বছরে একাধিক দুর্ঘটনা ঘটেছে মাঞ্জা সুতোয় কখনো কারোর চোখ মুখ বা গলা ক্ষতবিক্ষত হয়েছে সুতোয়। প্রশাসন ও এই বিষয়ে তৎপর, নাইলন সুতো ব্যবহার রুখতে দোকানে দোকানে অভিযান চালিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ গরু পাচারের লাভের অঙ্ক কত! নগদ টাকা সরল কোথায়! হতবাক দুঁদে গোয়েন্দারা

আরও পড়ুনঃ 'বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে DA সরকারি কর্মীদের', বড় ঘোষণা সুকান্ত মজুমদারের

View More

তবে তা উপেক্ষা করেই আবারও দেখা যাচ্ছে চিনা নাইলন সুতোর রমরমা। দেখা যাচ্ছে ঘুড়ি ওড়াতে অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে নাইলন সুতো। তাতেই বিপদ ডেকে আনছে মানুষ থেকে পাখির। হাওড়া শুভআরা মল্লিকবাগানের বাসিন্দা ঝন্টু দাস ও তার দুই বন্ধু মিলে রানিহাটি থেকে উলুবেরিয়া যাওয়ার পথে জাতীয় সড়কে পাঁচলা পানিয়ার সংলগ্ন রাস্তার উপর গলায় চিনা মাঞ্জা সুতোর প্যাচ লাগে, তখন বাইকের গতি প্রায় ৪০-৫০ কিলোমিটার, ঝন্টু হঠাৎই মাঝ রাস্তায় বাইক থামানোর চেষ্টা করে।

advertisement

যদিও তা বিপদজনক পিছন থেকে গাড়ি এসে দুর্ঘটনা ঘটতে পারত, বাইক থামিয়ে দেখে তার গলায় লম্বা ক্ষত ঝরঝর করে রক্ত ঝরছে, অন্য এক বন্ধুর ঠোঁটের নিচে সামান্য ক্ষত। সেখান থেকে দ্রুত দুই বন্ধু ঝন্টুকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঝন্টু জানায়, সুতোটি চোখে পড়েনি হঠাৎ করে গলায় কী একটা লাগাল, লাগা মাত্রই জ্বালা অনুভব হল। তারপর কেটে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News|| জাতীয় সড়কে মরণ ফাঁদ, গলায় মাঞ্জা সুতোর প্যাঁচ, অল্পের জন্য প্রাণ রক্ষা বাইক আরোহীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল