TRENDING:

Howrah: অন্ধকারাচ্ছন্ন রাস্তায় পঞ্চায়েতের তৎপরতায় ফিরল আলো

Last Updated:

সূর্য ডুবলেই রাস্তার চেহারা বদলে যেত, সন্ধ্যেয় সেই রাস্তা পারাপার করবে এ কথা ভাবলেই গ্রামের মানুষের গা শিউরে উঠত। সেই রাস্তায় আলো জ্বলেছে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : সূর্য ডুবলেই রাস্তার চেহারা বদলে যেত, সন্ধ্যেয় সেই রাস্তা পারাপার করবে এ কথা ভাবলেই গ্রামের মানুষের গা শিউরে উঠত। সেই রাস্তায় আলো জ্বলেছে! সন্ধ্যের পর এখন গ্রামের মানুষের আনাগোনাও বেড়েছে, কিছুদিন হল স্থানীয় চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তায় লাগানো হয়েছে আলো। তাতে গ্রামের মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়েছে যেমন টিউশন ফিরতি ছাত্রছাত্রী ও তার পরিবার সন্ধ্যে নামলে ওই রাস্তা পেরিয়ে আসতে চিন্তার কারণ হয়ে দাঁড়াত। অন্যদিকে সন্ধ্যে নামলে সপরিবারে ফেরা দায় হত গ্রামের মানুষের। জানায় গ্রামের স্থানীয়রা। আলো জ্বলেছে রাস্তায় সন্ধ্যেয় আলোর নিচে হাঁটাচলা করতে বহু মানুষ প্রতিদিন হাজির সেখানে, তার পাশাপাশি গল্পগুজব সময় কাটাতেও হাজির হচ্ছেন অনেকে।
advertisement

মহিষরেখা ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে গড়চুমুক যাবার এই পথের সামনের কিছুটা অংশ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। মহিষরেখা খেলার মাঠ থেকে বিসর্জন ঘাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তায় আপাতত আলো লাগানোর কাজ শেষ হয়েছে। এলাকায় নদীর পার্শ্ববর্তী জমিতে পাঠ, ধানের পাশাপাশি রবি ফসল ও শাকসবজি চাষবাস করেন কৃষকেরা সেই সমস্ত মানুষ ভোর রাতে বাজারের উদ্দেশ্যে রওনা দেন ফসল নিয়ে।

advertisement

আরও পড়ুনঃ প্রশাসনের ভরসায় না থেকে চাঁদা তুলে কাঠের সেতু মেরামত করলেন গ্রামবাসীরা

আলো জ্বলায় তারাও ভীষণভাবে উপকৃত হবেন বলে মনে করছেন পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধান রেজাউল হক মোল্লা জানান, রাস্তাটি গ্রামের গুরুত্বপূর্ণ হওয়ার সত্বেও সন্ধ্যের পর মানুষ ওই রাস্তা ব্যবহার করতে ভয় পেত। রাস্তায় বিভিন্ন অসামাজিক কাজকর্ম চলত।

advertisement

আরও পড়ুনঃ বেহাল ইটের রাস্তা! হেলদোল নেই প্রশাসনের

ফলে গ্রামের মানুষের মনে একটা আতঙ্কের ছাপ রয়ে গিয়েছিল। অবশেষে সেই আতঙ্ক ভাব কাটছে গ্রামের মানুষের। গ্রামে আরও এক প্রান্তের যোগাযোগ ব্যবস্থা সচল হল, খুশি গ্রামের মানুষ, তারা সাধুবাদ জানাচ্ছেন গ্রাম পঞ্চায়েতকে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: অন্ধকারাচ্ছন্ন রাস্তায় পঞ্চায়েতের তৎপরতায় ফিরল আলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল