Howrah: প্রশাসনের ভরসায় না থেকে চাঁদা তুলে কাঠের সেতু মেরামত করলেন গ্রামবাসীরা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
প্রতিশ্রুতি যেন সার! গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম একটি কাঠের সেতু। সেই সেতু দীর্ঘদিন পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ে।
#হাওড়া : প্রতিশ্রুতি যেন সার! গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম একটি কাঠের সেতু। সেই সেতু দীর্ঘদিন পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ে। গ্রামীন হাওড়া আমতা-১ ব্লকের জঞ্জালিচক গ্রাম ও ছিট জঞ্জালিচক গ্রামের মাঝ বরাবর বয়ে গেছে একটি চওড়া খাল। সেই খালের উপর একটি কাঠের সেতু গ্রামের দুই প্রান্তের মানুষকে যুক্ত করেছে। কাঠের সেতুটি গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম। সেতুর এক প্রান্তে শিবেরহানা হাই স্কুল এবং অপরপ্রান্তে জঞ্জালিচক প্রাথমিক বিদ্যালয়, সেতুটি ভেঙে যাবার ফলে, গ্রামের ছেলে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়।
advertisement
অন্যদিকে গ্রামের মানুষের কাজকর্ম ও বাজার দোকান যোগাযোগের মাধ্যম এই সেতু। স্থানীয় মানুষ জানায়, ভাঙা সেতুর উপর বাঁশ ফেলে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়েছে বেশ কয়েকদিন। বাম আমলে তৈরি হয় কাঠের সেতুটি, তারপর থেকে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ সেভাবে হয়নি। গত কয়েক বছর সেতুটির স্বাস্থ্য একেবারেই জীর্ণ হয়ে পড়ে। সেতুটি মেরামতি করার আবেদন জানিয়েছে গ্রামের মানুষ পঞ্চায়েত প্রশাসনে।
advertisement
তাতে বহু প্রতিশ্রুতি মিলেছে তবে হয়নি কার্যকর, অভিযোগ স্থানীয়দের। গত কয়েক মাস আগে থেকেই একপ্রকার যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছিল। তবুও নিরুপায় হয়ে পারাপার করত মানুষ। প্রায় একমাস আগে সেতুর মাঝ বরাবর ভেঙে পড়ে সম্পূর্ণরূপে যোগাযোগ ব্যবস্থা বন্ধ।
advertisement
স্থানীয়রা পঞ্চায়েতে এ বিষয়ে জানায়, প্রায় ১৫ থেকে ২০ দিন পার হয়ে গেলেও মেলেনি সুরাহা অভিযোগ স্থানীয়দের। গ্রামের মানুষের কাজকর্ম বাজার দোকানে বন্ধ প্রায়, গ্রামের দুই প্রান্তের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। দারুণভাবে সমস্যায় পড়তে গ্রামের মানুষকে। অবশেষে বাধ্য হয়ে, গ্রামের মানুষ নিজেরা চাঁদা অর্থ জোগাড় করে কাঠের সেতুটি মেরামত করে।
advertisement
Rakesh Maity
Location :
First Published :
August 25, 2022 8:48 PM IST