TRENDING:

Howrah News: গ্রাম বাংলার মাঠে-ঘাটে কোন কোন প্রাণী দেখা যায়? তার পাঠ দিতে হয়ে গেল শিবির

Last Updated:

দিনে দিনে ছেলেমেয়েদের মধ্যে পরিবেশ সচেতনতা একেবারে তলানিতে গিয়ে পৌঁছচ্ছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হাওড়ায় হয়ে গেল বিশেষ শিবির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: গ্রামে গাছপালা ও জলাভূমির মাঝে বহু প্রাণী ঘুরে বেড়ায়। তাদের অনেকের নাম হয়ত আমরা জানি না। আর বর্তমানে ছেলেমেয়েরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় মজে যাচ্ছে তাতে আরওই তারা গ্রামীণ বাস্তুতন্ত্র সম্পর্কে স্বাভাবিক জ্ঞানটুকুও অর্জন করতে পারছে না। এই অবস্থার বদল ঘটাতে গ্রামীণ বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে হাওড়ার বাগনানে হয়ে গেল শিবির। ছাত্র-ছাত্রীদের নিয়ে এই শিবির আয়োজিত হয়। বাগনান কলেজ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এই শিবির আয়োজিত করে। এখানে বাঘরোল নিয়ে অংশগ্রহণকারীদের গভীর জ্ঞান প্রদান করা হয়।
গ্রামীণ পরিবেশের পাঠ
গ্রামীণ পরিবেশের পাঠ
advertisement

গ্রামীন বন্যপ্রাণ সংক্রান্ত এই শিবিরে 'কনজারভেশন অফ রুরাল ওয়াইল্ড অ্যানিম্যাল' শীর্ষক সেমিনার আয়োজিত হয়। স্বাগত ভাষণ দেন বাগনান কলেজের অধ্যক্ষ বাদল কুমার মাইতি। সেমিনারে বক্তব্য রাখেন গ্রিন চেন মুভমেন্ট-এর প্রধান পরিচালক প্রদীপ রঞ্জন রীত, বিশিষ্ট পশুপ্রেমী অনির্বাণ সেনাপতি। পরিবেশ সম্পর্কিত সঙ্গীত পরিবেশন করেন সৌরভ হালদার।

আরও পড়ুন: এবার নাগরিক সমাজের নামে আবাসের তালিকা নিয়ে বিক্ষোভ

advertisement

বাঘরোল, খটাশ, গন্ধগোকুল, সজারু, কচ্ছপ সহ বহু বন্যপ্রাণীর এই পরিবেশে ভূমিকা কী তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাদের সংরক্ষণের গুরুত্ব ও উপায় নিয়ে আলোচনা করেন শিক্ষক প্রদীপ রঞ্জন রীত। তিনি বিশেষ জোর দেন রাজ্য প্রাণী বাঘরোলের ওপর। উল্লেখ, বাঘরোল হাওড়া জেলাতেই সবচেয়ে বেশি পরিমাণে বসবাস করে।

View More

এই বাঘরোল পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হওয়া সত্ত্বেও তাদের নিয়ে আমজনতার একটা বড় অংশ সচেতন নয়। প্রতিনিয়ত রাস্তাঘাটে নানান দূর্ঘটনায় বাঘরোলের মৃত্যু সংবাদ পাওয়া যায়। বাঘরোলের পাশাপাশি অন্যান্য প্রাণী সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়। সাধারণত সাধারণ মানুষ সাপ নিয়ে বহু ভুল ধারণায় ভোগে। সেই আতঙ্ক থেকে সাপ দেখলেই তাদের পিটিয়ে মেরে ফেলার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তাই এই শিবিরে সাপের উপর বিস্তারিত আলোচনা হয়। এই বিষয়ে সর্পবন্ধু অনির্বাণ সেনাপতি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি সাপ সংরক্ষণের গুরুত্ব ও উপায় ব্যাখ্যা করেন। এই পরিবেশ সচেতনতা শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে থাকা বহু ভুল ধারণা এরফলে দূর হবে বলে আশা আয়োজকদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সানশড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: গ্রাম বাংলার মাঠে-ঘাটে কোন কোন প্রাণী দেখা যায়? তার পাঠ দিতে হয়ে গেল শিবির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল