South 24 Parganas News: এবার নাগরিক সমাজের নামে আবাসের তালিকা নিয়ে বিক্ষোভ

Last Updated:

আবাসের তালিকা নিয়ে বিক্ষোভে নামল নাগরিক সমাজ? বারুইপুরে তেমন‌ই ছবি দেখা গেল।

+
নাগরিক

নাগরিক সমাজের বিক্ষোভ

#দক্ষিণ ২৪ পরগনা: আবাস যোজনার তালিকা নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ অব্যাহত। এরইমধ্যে যোগ্যরা ঘর পেল কিনা এবং দুর্নীতির মাত্রা কতটা তা খতিয়ে দেখতে রাজ্যের জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দল। আবার গ্রাম ও শহরের একদল মানুষ পুরো বিষয়টা না বুঝতে পেরে আবাস যোজনা সার্ভের কাজে নিযুক্ত আশা কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এমন ছবিও বেশ কিছু জায়গা থেকে উঠে এসেছে। এই নিয়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিবাদে সরব হয়েছে। তবে এবার অন্য ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সেখানে নাগরিক সমাজের নামে আবাস যোজনার তালিকা নিয়ে বিক্ষোভ দেখালেন একদল মানুষ।
বারুইপুরের কল্যাণপুর পঞ্চায়েতের যোগ্যদের আবাস যোজনার তালিকায় নাম নেই এই অভিযোগ তুলে নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ দেখানো হয়।
advertisement
কল্যাণপুর পঞ্চায়েতের নিহাটা মোড়ে বিক্ষোভ দেখায় নাগরিক সমাজ। রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বসে পড়ে বিক্ষোভ দেখান মহিলারা। এই বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের দাবি, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরা নিজের পরিজনদের নাম ঢুকানোর জন্য আবাস যোজনার তালিকা থেকে সঠিক ঘর প্রাপকদের নাম কেটে দিয়েছে। তাঁরা এরপর পঞ্চায়েত অফিস ঘেরাও করবেন বলে জানান।
advertisement
আন্দোলনে অংশ নেওয়া এক মহিলা বলেন, "দীর্ঘদিন ধরে আমরা পঞ্চায়েত থেকে কোনরকম সুবিধা পাচ্ছি না। সব কিঊ থেকে আমরা বঞ্চিত। আমাদের মাটির ঘর। বর্ষাকালে বাড়িতে জল জমে যায়। পঞ্চায়েতের তরফ থেকে একটা ত্রিপলও আমরা পাই না। অথচ আমাদের নাম নেই আবাস যোজনার তালিকায়। তাই আজ আমারা বিক্ষোভ দেখিয়েছি।" নাগরিক সমাজের নামে আন্দোলনে অংশ নেওয়ারা জানান, যদি আবাস যোজনার তালিকা সংশোধন করা হয় তাহলে ঠিক আছে। না হলে তাঁরা আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এবার নাগরিক সমাজের নামে আবাসের তালিকা নিয়ে বিক্ষোভ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement