আরও পড়ুন: কল বসলেও তা থেকে জল পড়েনি! ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ
ব্যবসায়ী জগবন্ধু পাল জানান, টালি-ইট তৈরির পারিবারিক ব্যবসা নয় দশকের। কিন্তু সেটা এখন প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। একসময় ব্যাপক রমরমা থাকলেও এখন যা সামান্য আয় হয় তাতে কোনরকমে সংসারটুকু চলে। ফলে নতুন করে শ্রমিক এই কাজে যুক্ত হচ্ছে না। বর্তমান লোহার রডের উপর ঢালাইয়ের ছাদের থেকে কড়িবরগার ছাদ অনেক বেশি আরামদায়ক। কিন্তু তা ব্যয়সাপেক্ষ বলে মানুষ এখন লোহার উপর ঢালাইয়ের ছাদ তৈরি করছে। সব মিলিয়ে মাটির টালি বা ইটের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 6:35 PM IST