TRENDING:

Howrah News: কলকাতার মতোই এবার হাওড়ায় চালু বিল্ডিং ট্রাইব্যুনাল

Last Updated:

কলকাতায় আগেই ছিল, এবার হাওড়াতেও বিল্ডিং সংক্রান্ত যাবতীয় অভিযোগের নিষ্পত্তির জন্য চালু হল বিল্ডিং ট্রাইব্যুনাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: অবশেষে হাওড়া পুরসভায় চালু হল বিল্ডিং ট্রাইব্যুনাল! কলকাতার মতোই হাওড়ায় দ্রুতগতিতে বাড়ছে ফ্ল্যাট বাড়ি। আর স্বাভাবিক নিয়মেই প্রোমোটার বা নির্মাণ সংস্থার সঙ্গে নানান বিষয়ে বিবাদ দেখা দিচ্ছে ক্রেতাদের। সেই সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যেই তৈরি হয়েছে এই বিল্ডিং ট্রাইব্যুনাল।
advertisement

আরও পড়ুন: একুশের হিড়িকে বাস থেকে অটো কারোর দেখা নেই, পথে বেরিয়ে ভোগান্তি‌ই সঙ্গী

আগে থেকেই কলকাতা পুরসভায় বিল্ডিং ট্রাইব্যুনাল ছিল। কিন্তু হাওড়ায় এই প্রথম চালু হল এমন ব্যবস্থা। মিউনিসিপাল বিল্ডিং ট্রাইব্যুনালে সুবিধে পাবে দুই পক্ষই। ডেভলপারের পাশাপাশি অভিযোগ জানাতে পারবেন ক্রেতারাও। সাধারণত বিল্ডিং সংক্রান্ত যে কোনও বিষয়ে অভিযোগ থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। এ ক্ষেত্রে অনেক সময়ই দীর্ঘ টানাপোড়নের মধ্যে পড়তে হয়। মামলা চালাতে গিয়ে খরচ হয় বিপুল অর্থ। কিন্তু পুরসভার বিল্ডিং ট্রাইব্যুনাল গোড়াতেই বিবাদের নিষ্পত্তি করে দিতে পারে।

advertisement

সাংবাদিক সম্মেলন করে এই বিল্ডিং ট্রাইব্যুনাল চালুর কথা ঘোষণা করেন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি বলেন এখানে বিল্ডিং সক্রান্ত যেকোনও অভিযোগ নিয়ে আলোচনা হবে। এর ফলে সব পক্ষের সময় এবং অর্থ সাশ্রয় হবে। তবে বিল্ডিং ট্রাইব্যুনালের সুবিধা পেতে হাওড়ার মানুষকে কলকাতার নিউমার্কেট এরিয়ায় যেতে হবে। কারণ সেখানেই এটি চালু হয়েছে। পরবর্তীকালে বিল্ডিং ট্রাইব্যুনাল হাওড়াতেই নিয়ে আসার পরিকল্পনা আছে বলে জানান সুজয়বাবু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: কলকাতার মতোই এবার হাওড়ায় চালু বিল্ডিং ট্রাইব্যুনাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল