আরও পড়ুন: একুশের হিড়িকে বাস থেকে অটো কারোর দেখা নেই, পথে বেরিয়ে ভোগান্তিই সঙ্গী
আগে থেকেই কলকাতা পুরসভায় বিল্ডিং ট্রাইব্যুনাল ছিল। কিন্তু হাওড়ায় এই প্রথম চালু হল এমন ব্যবস্থা। মিউনিসিপাল বিল্ডিং ট্রাইব্যুনালে সুবিধে পাবে দুই পক্ষই। ডেভলপারের পাশাপাশি অভিযোগ জানাতে পারবেন ক্রেতারাও। সাধারণত বিল্ডিং সংক্রান্ত যে কোনও বিষয়ে অভিযোগ থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। এ ক্ষেত্রে অনেক সময়ই দীর্ঘ টানাপোড়নের মধ্যে পড়তে হয়। মামলা চালাতে গিয়ে খরচ হয় বিপুল অর্থ। কিন্তু পুরসভার বিল্ডিং ট্রাইব্যুনাল গোড়াতেই বিবাদের নিষ্পত্তি করে দিতে পারে।
advertisement
সাংবাদিক সম্মেলন করে এই বিল্ডিং ট্রাইব্যুনাল চালুর কথা ঘোষণা করেন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি বলেন এখানে বিল্ডিং সক্রান্ত যেকোনও অভিযোগ নিয়ে আলোচনা হবে। এর ফলে সব পক্ষের সময় এবং অর্থ সাশ্রয় হবে। তবে বিল্ডিং ট্রাইব্যুনালের সুবিধা পেতে হাওড়ার মানুষকে কলকাতার নিউমার্কেট এরিয়ায় যেতে হবে। কারণ সেখানেই এটি চালু হয়েছে। পরবর্তীকালে বিল্ডিং ট্রাইব্যুনাল হাওড়াতেই নিয়ে আসার পরিকল্পনা আছে বলে জানান সুজয়বাবু।
রাকেশ মাইতি